ঢাকা, ২৫ নভেম্বর সোমবার, ২০২৪ || ১১ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
১৭০৭

বন্দরে ৩ নম্বর বিপদ সংকেত, ঝড়-বৃষ্টির বিড়ম্বনা

লাইফ টিভি 24

প্রকাশিত: ০৮:৪৫ ২৭ ফেব্রুয়ারি ২০১৯  

সাগর উত্তাল

সাগর উত্তাল

মৌসুমী নিম্নচাপের কারণে চট্টগ্রাম, মোংলা ও পায়রা সমুদ্রবন্দর এবং কক্সবাজার নদী বন্দরে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পাশাপাশি, উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
এদিকে বুধবার ঢাকায় ১৭ মি: মি: বৃষ্টিপাত রেকর্ড করা  হয়েছে। সকাল পৌনে আটটায় বৃষ্টি শুরু হলে অফিসগামী কর্মকর্তা-কর্মচারী ও শিশু শিক্ষার্থীদের চরম বিড়ম্বনার শিকার হতে হয়। তাছাড়া গত দুদিনে সারাদেশে ঝড় বৃষ্টির কারণে শীতের তীব্রতা কিছুটা বেড়েছে। 

ঘুর্ণিঝড়ের প্রভাবে সাগর উত্তাল রয়েছে। এদিকে গত ২৪ ঘন্টায় সারাদেশে বৃষ্টিসহ ঝড়ো বৃষ্টি অব্যাহত রয়েছে। এই বৃষ্টির কারনে রংপুর দিনাজপুর, ঠাকুরগাও এবং মুন্সিগঞ্জের আলু চাষীদের ব্যাপক ক্ষতি হয়েছে। 
মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে আবহাওয়া অধিদপ্তর এ তথ্য জানিয়েছে। এর আগে সোমবার আবহাওয়া অধিদপ্তর নদী বন্দরগুলোকে ২ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছিল।

আগামী ২৪ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাস বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন বাংলাদেশের দক্ষিণপশ্চিমাঞ্চল পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে। ফলে রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকা/ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ ও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টির হওয়ার সম্ভাবনা রয়েছে।

মঙ্গলবার ভোর থেকে সকাল পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হয়েছে। সকাল ৬টা পর্যন্ত রাজধানী ঢাকায় ৩১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।