ঢাকা, ২৮ নভেম্বর বৃহস্পতিবার, ২০২৪ || ১৩ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
৮১০

বলিউডের ১০০ কোটির নায়িকারা

লাইফ টিভি 24

প্রকাশিত: ২১:১৮ ২২ ডিসেম্বর ২০১৮  

সালমান, শাহরুখ, আমির তো রয়েছেনই আছেন অক্ষয়, হৃতিকরাও ফিল্ম মেগাহিট করাতে এসব নায়কের সঙ্গে একই সারিতে রয়েছেন কয়েকজন নায়িকাও যাদের ছবি বেশিরভাগ ক্ষেত্রেই ১০০ কোটি রুপির ক্লাবে পৌঁছে গিয়েছে

হান্ড্রেড ক্রোর ক্লাবের’ সেই বলিউড নায়িকারা কে?

আনুশকা শর্মা :

জব তক হ্যায় জান (২০১২), পিকে (২০১৪), সুলতান (২০১৬), অ্যায় দিল হ্যায় মুশকিল (২০১৬), সঞ্জু (২০১৮), সুই ধাগা (২০১৮) ১০০ কোটির ক্লাবে প্রবেশ করেছে

সোনম কাপুর :

ভাগ মিলখা ভাগ (২০১৩), প্রেম রতন ধন পাঁয়ো (২০১৫), সঞ্জু (২০১৮), ভিরে ডি ওয়েডিং (২০১৮) সবকটি ছবি পেরিয়েছে ১০০ কোটি রুপির ক্লাব

কারিনা কাপুর :

ভিরে ডি ওয়েডিং(২০১৮), বজরঙ্গি ভাইজান (২০১৫), সিংহাম রিটার্নস (২০১৪), বডিগার্ড (২০১১), রা ওয়ান (২০১১), গোলমাল থ্রি (২০১০), থ্রি ইডিয়টস (২০০৯) প্রতিটি ছবিই ১০০ কোটির ক্লাব ছাপিয়েছে।

অসিন :

গজনি (২০০৮), রেডি (২০১১), বোল বচ্চন (২০১২), হাউসফুল টু (২০১২) সবকটি ছবি পেরিয়েছে ১০০ কোটির ক্লাব

সোনাক্ষী সিনহা :

দাবাং (২০১০), সন অব সর্দার (২০১২), রাউডি রাঠোর (২০১২), হলি ডে সোলজার নেভার অব ডিউটি (২০১৪) সবকটি ছবিই কোটির ক্লাব ছাড়িয়েছে

জ্যাকুলিন ফার্নান্দেজ :

হাউসফুল টু (২০১২), রেস টু (২০১৩), কিক (২০১৪), হাউসফুল (২০১৬), জুড়ুয়া (২০১৭), রেস থ্রি (২০১৮) ছাড়িয়েছে ১০০ কোটির মাইলস্টোন।

দীপিকা পাড়ুকোন :

চেন্নাই এক্সপ্রেস (২০১৩), ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি (২০১৩), রামলীলা (২০১৩), রেস (২০১৩), হ্যাপি নিউ ইয়ার (২০১৪), বাজিরাও মাস্তানি (২০১৫), পদ্মাবত (২০১৮) সবকটি ছবিই পেরিয়েছে ১০০ কোটির মাইলফলক

ক্যাটরিনা কাইফ :

জব তক হ্যায় জান (২০১২), এক থা টাইগার (২০১২), ধূম (২০১৩), ব্যাং ব্যাং (২০১৪), টাইগার জিন্দা হ্যায় (২০১৭) এসব ছবিই ১০০ কোটির ক্লাবে প্রবেশ করেছে

ইলিয়ানা ডি ক্রুজ :

বরফি (২০১২), রুস্তম (২০১৬) পেরিয়েছে ১০০ কোটির ক্লাব। ২০১৯ সালেরানাছবিটিও পেরোতে পারে ১০০ কোটির মাইলফলক।

প্রিয়াঙ্কা চোপড়া :

ডন (২০১১), বরফি (২০১২), অগ্নিপথ (২০১২), কৃশ (২০১৩), বাজিরাও মাস্তানি (২০১৫) এসব ছবিই পেরিয়েছে ১০০ কোটির ক্লাব

বিনোদন বিভাগের পাঠকপ্রিয় খবর