ঢাকা, ২২ নভেম্বর শুক্রবার, ২০২৪ || ৭ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
৯৯০

বাংলা একাডেমি পুরস্কার পেলেন আফসান-শাহেদ-রোজী-মোহিত

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৮:৩৪ ২৮ জানুয়ারি ২০১৯  

বাংলা সাহিত্যে অনন্য অবদান রাখায় ‘বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০১৮’ পাচ্ছেন চার জন। এরা হলেন কবি কাজী রোজী, কথাসাহিত্যিক মোহিত কামাল, প্রাবন্ধিক ও গবেষক সৈয়দ মোহাম্মদ শাহেদ এবং সাহিত্যিক আফসান চৌধুরী।
সোমবার বিকেলে বাংলা একাডেমির মুনীর চৌধুরী সভাকক্ষে সংবাদ সম্মেলনে এ চারজনের নাম ঘোষণা করেন একাডেমির মহাপরিচালক কবি হাবিবুল্লাহ সিরাজী।
আগামী ১ ফেব্রুয়ারি অমর একুশে গ্রন্থমেলার উদ্বোধনী দিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুরস্কারপ্রাপ্তদের হাতে পদক তুলে দেবেন।
কবিতা, কথাসাহিত্য, প্রবন্ধ, গবেষণা, অনুবাদ, মুক্তিযুদ্ধভিত্তিক সাহিত্য, আত্মজীবনী/স্মৃতিকথা/ভ্রমণকাহিনী, নাটক, বিজ্ঞান/প্রযুক্তি/পরিবেশ, শিশুসাহিত্য- এই ১০টি শাখায় বাংলা একাডেমি পুরস্কার দেওয়ার চল থাকলেও এবার মাত্র ৪টি শাখায় পুরস্কার দেওয়া হয়েছে।
বাকি শাখায় কেন পুরস্কার দেওয়া হল না, সে বিষয়ে সংবাদ সম্মেলনে কোনো ব্যাখ্যা দেননি বাংলা একাডেমির মহাপরিচালক।

শিল্প-সাহিত্য বিভাগের পাঠকপ্রিয় খবর