ঢাকা, ২৯ নভেম্বর শুক্রবার, ২০২৪ || ১৫ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
৩১৩

বাংলাদেশ, পাকিস্তান, চীনের জন্য হুমকি ভারত: ইমরান খান

লাইফ টিভি 24

প্রকাশিত: ২০:৫৪ ১ নভেম্বর ২০২০  

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, বিশ্বে ভৌগোলিকভাবে এখন হটস্পট দক্ষিণ এশীয় অঞ্চল, যা যেকোনো সময় জ্বলে উঠতে পারে। জার্মান ম্যাগাজিন ‘ডের স্পাইগেল’কে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

 

ইমরান খান বলেন, বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলংকা, চীনসহ প্রতিবেশী দেশগুলোর জন্য হুমকি ভারত। পড়শী দেশটিতে চরমপন্থী ও জাতিবিদ্বেষী সরকার রয়েছে। এটি একটি ফ্যাসিবাদী রাষ্ট্র। ১৯২০-৩০ সাল পর্যন্ত বিশ্বে ত্রাস সৃষ্টিকারী কুখ্যাত নাৎসি বাহিনীর আদর্শে অনুপ্রাণিত তারা।

 

তিনি জানান, ভারতকে সম্মান জানিয়েই বিশেষ করে কাশ্মীর ইস্যুতে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ কামনা করে পাকিস্তান। পাক প্রধানমন্ত্রী বলেন, মার্কিন কর্তৃপক্ষ মনে করে চীনকে চাপে রাখবে ভারত। কিন্তু এটি আসলে ‘অবান্তর’ চিন্তাভাবনা।

 

কয়েকদিন আগে স্পর্শকাতর স্যাটেলাইট ও ম্যাপ ডাটা আদান-প্রদানে চুক্তি সই করেছে ভারত ও যুক্তরাষ্ট্র। এরপরই এমন মন্তব্য করলেন ইমরান খান।

 

সম্প্রতি দিল্লি সফরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেন, বিশ্বব্যাপী নিরাপত্তা ও স্বাধীনতায় হুমকি সৃষ্টি করেছে চীন। ভারত ও যুক্তরাষ্ট্র যৌথভাবে তা প্রতিহত করবে।

বিশ্ব বিভাগের পাঠকপ্রিয় খবর