ঢাকা, ২৪ নভেম্বর রোববার, ২০২৪ || ১০ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
১৩২

বাংলাদেশে আসছে ‘অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার’

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৮:২৮ ১৫ ডিসেম্বর ২০২২  

অ্যাভাটারের জন্য অপেক্ষা করছে পুরো বিশ্ব। পিছিয়ে নেই বাংলাদেশও। দীর্ঘ ১৩ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে পর্দায় আসছে অ্যাভাটারের সিক্যুয়াল ‘অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার’। ২০০৯ সালে মুক্তি পাওয়ার পর চলচ্চিত্র জগতে হইচই ফেলে দিয়েছিল ওই সময়ে সম্পূর্ণ নতুন প্রযুক্তি ব্যবহার করে নির্মিত অ্যাভাটার। সিনেমাটি এখন পর্যন্ত বিশ্বজুড়ে ২৮০ কোটি ডলারের বেশি আয় করেছে।

 

অপেক্ষার পালা শেষ করে ১৬ ডিসেম্বর বিশ্বব্যাপী মুক্তি পাচ্ছে নতুন ছবি ‘অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার’। বিশ্বজুড়ে মুক্তির দিনেই বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাবে সিনেমাটি। এরই মধ্যে অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। স্টার সিনেপ্লেক্সের সব শাখা ও অনলাইনে টিকিট পাওয়া যাচ্ছে।

 

সময়ের চেয়ে এগিয়ে ছিলেন জেমস ক্যামেরন। ১৯৯৪ সালেই ভেবেছিলেন অ্যাভাটারের কথা। ৮০ পৃষ্ঠার একটি চিত্রনাট্যও লিখেছিলেন। কিন্তু তার পরিকল্পনা ভিজুয়ালে আনার মতো প্রযুক্তির অভাবে পিছিয়ে দেন নির্মাণ পরিকল্পনা। এরপর তৈরি হয় টাইটানিক। রেকর্ড পরিমাণ ব্যবসাসফল এ সিনেমা জিতে নেয় নয়টি অস্কার। ২০০৫ সালে ক্যামেরনের প্রতীক্ষার অবসান হয়। 

 

এবারের ছবি ‘অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার’ নিয়ে দর্শকের কৌতূহল এখন চূড়ায়। এবার লড়াই চলবে জলে। সে লড়াই কেমন হবে, তার কিছু ধারণা দর্শকের দিতে প্রকাশ করা হয়েছে সিনেমার ট্রেলার। টিজারে দেখা গিয়েছে, জেমস ক্যামেরন এবার একটি জলজ জগৎ সৃষ্টি করেছেন দর্শকের জন্য। এ পর্বে আরো বেশি কাল্পনিক চরিত্রের সমাহার ঘটিয়েছেন। অ্যাভাটারের ভেরিফায়েড ফেসবুকে টিজার প্রকাশের ১৯ ঘণ্টার মধ্যেভাইরাল হয়। সামাজিক যোগাযোগমাধ্যমগুলোয় ব্যাপক প্রশংসা কুড়াচ্ছে।

বিনোদন বিভাগের পাঠকপ্রিয় খবর