ঢাকা, ০২ এপ্রিল বুধবার, ২০২৫ || ১৮ চৈত্র ১৪৩১
good-food
১৯

বাংলাদেশে ঈদ সোমবার, ৩ দেশে তারিখ ঘোষণা: খালিজ টাইমস

লাইফ টিভি 24

প্রকাশিত: ০৫:৫০ ৩০ মার্চ ২০২৫  

শেষ হচ্ছে অপার মহিমার রমজান মাস। বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের মতো বাংলাদেশেও শুরু হয়েছে ঈদুল ফিতরের প্রস্তুতি।অপেক্ষা চাঁদ দেখার। এ বছর ২৯ রমজান হওয়ার সম্ভাবনা রয়েছে। সে হিসেবে আগামী সোমবার (৩১ মার্চ) বাংলাদেশে ঈদ হতে পারেন। রোজা ৩০টি হলে ঈদ হবে মঙ্গলবার (১ এপ্রিল)।

 

সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে শনিবার চাঁদ দেখা যায়নি। ফলে দেশটিতে ৩১ মার্চ (সোমবার) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। একইভাবে মধ্যপ্রাচ্যের আরেক সংবাদমাধ্যম গালফ নিউজও বলছে, বাংলাদেশে ঈদুল ফিতর উদযাপন করা হবে সোমবার।

 

গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বের বৃহৎ মুসলিম দেশ ইন্দোনেশিয়ায় শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। দেশটিতে শনিবার রমজানের ২৯তম দিন ছিল। কিন্তু কোথাও চাঁদ দেখা না যাওয়ায় আগামী সোমবার (৩১ মার্চ) ঈদুল ফিতর উদযাপিত হবে। যার অর্থ ইন্দোনেশিয়ার মানুষ ৩০ রোজা পূর্ণ করবে।

 

আনুষ্ঠানিকভাবে ইন্দোনেশিয়া ছাড়াও পবিত্র ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করেছে মালয়েশিয়া। দেশটিতে আগামী সোমবার (৩১ মার্চ) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে খালিজ টাইমস। প্রতিবেদনে বলা হয়েছে, মালয়েশিয়া সোমবার আনুষ্ঠানিকভাবে ঈদুল ফিতর পালন করবে। রোববার (৩০ মার্চ) খালি চোখে অর্ধচন্দ্র দেখা যাবে বলে আশা করা হচ্ছে।

 

এর আগে প্রথম দেশ হিসেবে আনুষ্ঠানিকভাবে ঈদের তারিখ ঘোষণা করে অস্ট্রেলিয়া। সোমবার ঈদুল ফিতর উদযাপন করবে ভারতও। দেশটির ইসলামিক কর্তৃপক্ষ জানিয়েছে, রোববার দক্ষিণ এশিয়ার এই দেশটিতে খালি চোখে শাওয়াল মাসের চাঁদ দেখা যাবে। শনিবার দেশটিতে ২৮ রমজান পালিত হচ্ছে।