ঢাকা, ২২ নভেম্বর শুক্রবার, ২০২৪ || ৮ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
৪২৭

বাংলাদেশে তৈরি হচ্ছে শাওমির স্মার্টফোন

লাইফ টিভি 24

প্রকাশিত: ০৯:২৭ ২ নভেম্বর ২০২১  

বাংলাদেশের গাজীপুরে বিশাল কারখানা করেছে চীনের প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান শাওমি। যার মাধ্যমে এখন থেকে ‘মেড ইন বাংলাদেশ’ ট্যাগযুক্ত অত্যাধুনিক সব স্মার্টফোন আনছে প্রতিষ্ঠানটি। কারখানায় আন্তর্জাতিক সব মান রক্ষা করা হয়েছে। জানিয়েছেন ।


সম্প্রতি রাজধানীর একটি হোটেলে আয়োজিত শাওমি বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী শাওমি বাংলাদেশে এ ফোন উৎপাদন কারখানার উদ্বোধনের ঘোষণা দেন।  

এ সময় জানানো হয়, ডিবিজি টেকনোলজি বিডি লিমিটেডের সঙ্গে বাংলাদেশে স্মার্টফোন তৈরি করবে শাওমি। ডিবিজি একটি গ্লোবাল ইএমএস কোম্পানি, তাদের ম্যানুফ্যাকচারিং ব্যবসা রয়েছে বিশ্বব্যাপী। বিভিন্ন দেশের স্বনামধন্য কিছু ব্র্যান্ড ও কনজ্যুমার ইলেকট্রনিক্স পণ্য তাদের কারখানায় তৈরি হয়। ডিবিজি হংকং স্টক এক্সচেঞ্জে পাবলিক লিস্টেড কোম্পানি।

জিয়াউদ্দিন চৌধুরী জানান, শাওমির বাংলাদেশি কারখানায় প্রায় এক হাজার লোকের কর্মসংস্থান হবে। প্রায় ৫৫ হাজার বর্গফুট আয়তনের কারখানাটির অবস্থান গাজীপুরের বাইপাস রোডের কাছে।