ঢাকা, ২৪ নভেম্বর রোববার, ২০২৪ || ১০ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
৫২৭

বাংলাদেশে মাথাপিছু আয় সাড়ে ১৫ হাজার টাকা

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৭:৪১ ১৭ মে ২০২১  

করোনার বছরেও বাংলাদেশে মানুষের মাথাপিছু আয় বেড়ে দাঁড়িয়েছে দুই হাজার ২২৭ ডলারে। সর্বশেষ প্রকাশিত তথ্য অনুযায়ী আয় ছিল দুই হাজার ৬৪ ডলারে। বছরের ব্যবধানে আয়ে প্রবৃদ্ধি হয়েছে প্রায় আট শতাংশ।

 

সোমবার মন্ত্রিসভার ভার্চুয়াল বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ
তথ্য জানান। মন্ত্রিপরিষদ সচিব জানান, ‘বাংলাদেশিদের মাথাপিছু আয় চলতি অর্থবছরে বৃদ্ধি পেয়েছে। আগে মাথাপিছু আয় ছিল ২ হাজার ৬৪ ডলার। নতুন আয় দুই হাজার ২২৭ ডলার।’

 

ডলারের বিনিময় হার অনুযায়ী এই অর্থ বাংলাদেশি মুদ্রায় দাঁড়ায় এক লাখ ৮৭ হাজার ৬৮ টাকা। এটি বার্ষিক আয়। ফলে মাসে মাথাপিছু আয় দাঁড়ায় ১৫ হাজার ৫৮৯ টাকা। আনোয়ারুল ইসলাম জানান, এ সময়ে জিডিপিও বৃদ্ধি পেয়েছে। আগে জিডিপি ছিল ২৭ লাখ ৯৬ হাজার ৩৭ ডলার। যা এখন বেড়ে দাঁড়িয়েছে ৩০ লাখ ৪৭ হাজার ৩০০ কোটি ডলার।