ঢাকা, ২১ ডিসেম্বর শনিবার, ২০২৪ || ৭ পৌষ ১৪৩১
good-food
৬৯৬

বাবাকে নিয়ে প্রশ্ন করায় ক্ষোভ ঝাড়লেন নুহাশ হুমায়ূন

লাইফ টিভি 24

প্রকাশিত: ২২:৪২ ২৭ এপ্রিল ২০২২  

শব্দের জাদুকর প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের বড় ছেলে নুহাশ হুমায়ূন। বেশ কয়েক বছর ধরেই নির্মাণে হাত দিয়েছেন। সম্প্রতি সাইকোলজিক্যাল হরর ঘরানার চারটি ভিন্ন গল্প নিয়ে নির্মাণ করেছেন অ্যান্থোলজি সিরিজ ‘পেটকাটা ষ’। এই সিরিজের তিনটি গল্প মুক্তি পেলেও অপেক্ষায় রয়েছে আরও একটি।

 

ওয়েব সিরিজটি নিয়ে গত মঙ্গলবার (২৬ এপ্রিল) রাতে একটি গণমাধ্যমের লাইভ অনুষ্ঠানে অতিথি হয়েছিলেন নুহাশ। সেখানে কথা প্রসঙ্গে সঞ্চালক তার কাছে জানতে চান- তিনি প্রয়াত বাবা নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের পুত্র হিসেবে এ পর্যন্ত আসতে পেরেছেন কি না। লাইভ শেষে এই প্রশ্ন নিয়ে চরম বিরক্তি প্রকাশ করেছেন নুহাশ।

 

ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেছেন, ''বাংলাদেশে রিপোর্টিং যদি আরেকটু সম্মানজনক হতো! একটু আগে আমি লাইভ ইন্টারভিউতে ছিলাম, ভেবেছিলাম ‘ষ’ নিয়ে কথা হবে। সেখানে আমাকে প্রশ্ন করা হলো, যদি আমার বাবা (হুমায়ূন আহমেদ) না হতেন, তাহলে আমি এই অবস্থানে আসতে পারতাম কি না? আমি জানি না আন্তর্জাতিকভাবে প্রশংসিত একজন নির্মাতাকে আপনারা কীভাবে এই প্রশ্ন করেন?''

 

তিনি আরও লেখেন, 'তোমাদের কি মনে হয় সানড্যান্স, বুসান, এএক্সএসডাব্লিউ, মার্শে দ্যু ফিল্ম- আন্তর্জাতিক উৎসবগুলোতে বাপের নাম দেখে ইনভাইট করে?'

 

নুহাশের স্ট্যাটাসে তার মা গুলতেকিন খান ছেলেকে সান্ত্বনা দিয়ে ইংরেজিতে লেখেন, 'আপসেট হয়ো না বাবা। এ জন্যই আমি কোনো পত্রিকায় সাক্ষাৎকার দেই না। তারা অনেকভাবে চেষ্টা করে, কিন্তু আমি বলি আমাকে মেইলে প্রশ্ন পাঠান। আমি দেখি কিছু প্রশ্নের পর তারা আমার ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্ন করে। এদের অনেকের ইচ্ছা থাকে এক পক্ষের কথা নিয়ে লিখে দিতে। এটা কি পেশাদারত্ব?'

শিল্প-সাহিত্য বিভাগের পাঠকপ্রিয় খবর