ঢাকা, ২৫ নভেম্বর সোমবার, ২০২৪ || ১১ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
৮০০

বারবার অগ্নিকাণ্ড, ক্ষয়-ক্ষতির দায় নেবে কে?

লাইফ টিভি 24

প্রকাশিত: ১২:৫৩ ৩০ মার্চ ২০১৯  

মাত্র ২ বছর আগে ২০১৭ সালের ২ জানুয়ারি ভয়াবহ আগুনে পুড়েছিল রাজধানীর গুলশান ১ নম্বর ডিএনসিসি মার্কেট। তখন দোতলা মূল বিপণি বিতানের পাশের কাঁচাবাজারও সম্পূর্ণ পুড়ে গিয়েছিল। 

 

বারবার কেন অগ্নিকাণ্ড ? এ প্রশ্ন এখন ঘুরেফিরে সবার মাঝে। এতো ক্ষয়-ক্ষতির দায় কে নেবে? 

 

অভিজাত এলাকা বনানীর আগুন পুরোপুরি নিভিয়েছে কেবলই। ভেতরের সব তলায় তল্লাশি শেষে বুঝিয়ে দিয়েছেন দমকল কর্মীরা। এরই মধ্যে লেলিহান আগুনে পুড়লো খুব কাছেই গুলশান ১ নম্বরের ডিএনসিসি মার্কেট লাগোয়া কাঁচাবাজারটি।

 

শনিবার ভোরে এই আগুন লাগে। দাউদাউ আগুন জ্বলে প্রায় আড়াই ঘণ্টা। এতে কাঁচাবাজারের প্রায় দেড়শ দোকানের সবগুলোই ভস্মীভূত হলো।

 

আগুনে কাঁচাবাজারের সামনের পাঁচ তলা গুলশান শপিং সেন্টারের কয়েকটি দোকানও ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কাঁচাবাজার লাগোয়া গুলশান ১ নম্বর ডিএনসিসি মার্কেট তেমন ক্ষতিগ্রস্ত হয়নি।

 

ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন) মেজর শাকিল নেওয়াজ সাংবাদিকদের বলেন, কাঁচাবাজারের আগুন নিয়ন্ত্রণে এসেছে। এখানে আগুন নেভানোর পর্যাপ্ত ব্যবস্থা নেই। আগের ঘটনার পর এ ব্যাপারে ব্যবস্থা নিতে তিন থেকে চারবার মার্কেট কর্তৃপক্ষকে নোটিশ দেয়া হয়। কিন্তু ব্যবস্থা নেয়া হয়নি।

 

কীভাবে এই অগ্নিকাণ্ডের সূচনা, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে ফায়ার সার্ভিসের কর্মীদের ধারণা, কাঁচাবাজারের সুগন্ধীর কোনো দোকান থেকে আগুনের সূত্রপাত।

 

অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে যান ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম।

 

তিনি গণমাধ্যমকে বলেন, সুগন্ধির দোকান থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

 

প্রশ্নের জবাবে মেয়র বলেন, মামলা জটিলতার কারণে এখানে স্থায়ী মার্কেট গড়া যাচ্ছে না। মামলা নিষ্পত্তিতে এখন উদ্যোগ নেয়া হবে।

 

আগুনে সব হারিয়ে প্রাগলপ্রায় দোকানিরা পুনর্বাসনের জন্য সরকারের কাছ থেকে সহায়তা চেয়েছেন। তারা বলছেন, ২ বছর আগে অগ্নিকাণ্ডের পর তেমন সহায়তা পাননি। নিজের চেষ্টায়ই উঠে দাঁড়িয়েছিলেন তারা।