ঢাকা, ১২ ডিসেম্বর বৃহস্পতিবার, ২০২৪ || ২৮ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
১৮৬

‘বারবার দলে কাটা-ছেঁড়া করা বিপজ্জনক’

লাইফ টিভি 24

প্রকাশিত: ২২:৫৬ ২৮ ডিসেম্বর ২০২৩  

নিউজিল্যান্ডের বিপক্ষে জয় দিয়ে টি-২০ সিরিজ শুরু করেছে বাংলাদেশ। ১৩৫ রান তাড়া করতে নেমে ৫ উইকেটও হারায় টাইগাররা। ব্যাটিং নিয়ে তাই কিছু প্রশ্ন থেকেই যায়। তবে বিসিবির সহকারী কোচ নিক পোথাসের মতে, এই দলটা এখনও পরিপক্ক নয়। তারা সেটেল হয়ে গেলে তাদের ওপর বিশ্বাস জন্মাবে। 

 

শুক্রবার বাংলাদেশ সময় দুপুর ১২টা ১০ মিনিটে দ্বিতীয় টি-২০ খেলতে মাঠে নামবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড দল। ওই ম্যাচের আগের দিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে নিক পোথাস বলেছেন, ‘ব্যাটিং লাইন আপ যথেষ্ট পরিপক্ক না হলে এটা নিয়ে প্রশ্ন আসবেই। এই দলটাকে ২-৩টা বছর দিন, তাদের ওপর বিশ্বাস জন্মাবে। কারণটা তারা এরই মধ্যে ম্যাচ জিতে দেখিয়েছে।’ 

 

দলে বার বার পরিবর্তন আনা খুব বিপজ্জনক বলেও মন্তব্য করেন নিক পোথাস, ‘দলে বারবার কাটা-ছেঁড়া করা খুবই বিপজ্জনক। এতে করে যখন একজন ব্যাটার ক্রিজে আসে এটাই তার শেষ ইনিংস ধরে নামতে হয়। মনে রাখতে হবে, বোলিং আর ব্যাটিং ভিন্ন জিনিস। বোলার একটা খারাপ বল করতে ঘুরে দাঁড়ানোর সুযোগ পায়। ব্যাটার কেবল একটা সুযোগই পায়। এটা কঠিন কাজ।’ 

 

পোথাস জানিয়েছেন, তারা ওয়ানডে বা টি-২০ জয়ের আগে যেভাবে ছেলেদের সঙ্গে কথা বলেছিলেন এখনও সেভাবেই বলছেন। খুব দূরে নজর রাখছেন না। এছাড়া এই নিউজিল্যান্ড বিশ্বের অন্যতম সেরা দল এটাও মনে করিয়ে দিয়েছেন এই টাইগার কোচ। তার মতে, সেরা দলের বিপক্ষে যতটা সম্ভব উপভোগ করার মন্ত্র নিয়ে খেলা উচিত। 

 

তিনি বলেন, ‘একটা একটা করে বল জিতে খেলার চেষ্টা করতে হবে। কারণ ভবিষ্যত আপনার নিয়ন্ত্রণে নেই। আপনি যদি একটা বল জেতেন, এভাবে পুরো ম্যাচে প্রতিপক্ষের চেয়ে বেশি বল জিততে পারেন তাহলে ম্যাচ জেতার ভালো সম্ভাবনা তৈরি হবে। জেতার নিশ্চয়তাও নেই। সুতরাং আমরা কেবল বর্তমান নিয়েই চিন্তা করব। নির্দিষ্ট সময়ে সঠিক কাজটা করতে পারলেই ভালো ফল পাওয়ার সম্ভাবনা তৈরি হয়।’ 

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর