ঢাকা, ২৩ নভেম্বর শনিবার, ২০২৪ || ৯ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
১৭১

বাসায় ডেঙ্গু রোগী, করণীয় কী?

লাইফ টিভি 24

প্রকাশিত: ২০:২২ ১১ অক্টোবর ২০২২  

সারাদেশে ডেঙ্গুর উৎপাত বেড়েছে। ইতোমধ্যে ৭৪ জন মারা গেছেন। তবে ডেঙ্গু আক্রান্ত সব রোগীকে হাসপাতালে ভর্তি করার প্রয়োজন পড়ে না। বাড়িতে থেকেই এর যথাযথ চিকিৎসা করা সম্ভব। বাসায় ডেঙ্গু রোগী থাকলে তার যথাযথ সেবা করা উচিত। তবে বিপদচিহ্ন দেখলে তাকে দ্রুত হাসপাতালে নিতে হবে। এজন্য প্রস্তুতিও রাখতে হবে। আর বাড়িতে চিকিৎসা করানো হলে সবসময়ই একজন চিকিৎসকের তত্ত্বাবধানে থাকা আবশ্যক। পাশাপাশি নিয়মিত কিছু রক্ত পরীক্ষারও প্রয়োজন।

 

ডেঙ্গু রোগীর প্রতিটি দিনই গুরুত্বপূর্ণ। ২-৫ দিনের মাথায় জ্বর ছেড়ে যাওয়ার পর শুরু হয় বিপজ্জনক ধাপ। আক্রান্ত ব্যক্তির আগে যদি কখনো ডেঙ্গু হয়ে থাকে, তাহলে পরে আবার হলে জটিলতার ঝুঁকি বেশি। শিশু ও বয়স্কদের ক্ষেত্রে এই বিপদ হওয়ার সম্ভাবনা আছে। বিশেষ কোনও জটিলতা না হলে ডেঙ্গু রোগীর স্বাভাবিক জীবনে ফিরতে অন্তত দুই সপ্তাহ সময় লাগে। জটিলতা থাকলে আরও বেশি। সেই সময়টাতে বাড়িতে রোগীকে কীভাবে সামলাবেন, আজকের প্রতিবেদনে আলোচনা করা হলো- 

 

# রোগীকে বেশি বেশি করে তরল খাবার খেতে দিন। স্যালাইন, ডাবের পানি এবং লবণমিশ্রিত অন্যান্য পানীয় গ্রহণ আবশ্যক। খাবারে রুচি না থাকলেও অল্প করে বারবার নানা তরল খাবার খাওয়ান।

# গায়ে জ্বর থাকলে উষ্ণ পানিতে গা মুছতে হবে। রোগী চাইলে সেরকম পানিতে গোসল করতে পারে। তবে একা গোসল করতে দেয়া যাবে না। কারণ, রোগী মাথা ঘুরে পড়ে যেতে পারে।

 

# রোগীকে পূর্ণ বিশ্রাম নিতে হবে। ভারী কাজ, ব্যয়াম বা দৌড়ঝাঁপ করা যাবে না।

# রোগীকে সবসময় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। খেয়াল রাখতে হবে, ব্রাশ করার সময় রক্তপাত হচ্ছে কি না। প্রতি কিউবিক মিলিমিটারে প্লেটলেট ১০ হাজারের নিচে নামলে সাবধানে ব্রাশ করতে হবে। এমন পরিস্থিতিতে রোগীকে সাধারণত হাসপাতালে ভর্তি করার পরামর্শ দেয়া হয়।

# প্লাটিলেট কমলে আতঙ্কিত হবেন না। প্লেটলেটের চেয়ে হেমাটোক্রিট বেশি গুরুত্বপূর্ণ।

 

যেভাবে বুঝবেন, রোগীকে হাসপাতালে ভর্তি করতে হবে

#  শিরার গতি বেড়ে গেলে

# রক্তচাপ কমে গেলে

# রক্তপাত বা চামড়ায় ফুসকুড়ি হলে

 

# হঠাৎ প্রচণ্ড দুর্বলতা অনুভব হলে

# নিস্তেজ বা অজ্ঞান হয়ে পড়লে

# মারাত্মক খিঁচুনি হলে

 

রোগীর শরীরে এই ধরণের লক্ষণের কোনও একটি দেখা দিলে সময় নষ্ট না করে দ্রুত চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করতে হবে। প্রয়োজনে হাসপাতালে নিয়ে যেতে হবে। সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তই একজন ডেঙ্গু রোগীকে সুস্থ জীবনে ফিরিয়ে আনতে পারে।