ঢাকা, ২৩ নভেম্বর শনিবার, ২০২৪ || ৯ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
২২৫

বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, মশা তাড়ানোর ঘরোয়া উপায়

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৫:৩০ ১৭ অক্টোবর ২০২২  

সারাদেশে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে। ফলে মশা থেকে দূরে থাকা দরকার। একে বিতাড়িত করতে কেউ ব্যবহার করেন কয়েল। অনেকে আবার মশার স্প্রে থেকে শুরু করে গুড নাইট ইত্যাদি ব্যবহার করেন। তবুও মশার কামড় থেকে রক্ষা মেলে না। অধিকন্তু অত্যধিক কয়েল বা স্প্রের ব্যবহারে শরীরের ক্ষতি হয়। তাই মশার উপদ্রব কমাতে প্রাকৃতিক উপায় বেছে নিন। জেনে নিন মশা দূর করার ঘরোয়া উপায়...

 

লেবু ও লবঙ্গ

টক দ্রব্য ও লবঙ্গের গন্ধ মশা সহ্য করতে পারে না। তাই এ ধরনের গন্ধ থাকলে সেখানে মশা আসে না। লবঙ্গ ও লেবু ব্যবহার করে মশা দূর করা একটি পুরোনো উপায়। লেবু দুই টুকরো কেটে, তাতে কয়েকটি লবঙ্গ গুঁজে দিন। এরপর বাড়ির বিভিন্ন স্থানে এগুলো রেখে দিন। এতে মশা দূরে থাকবে।

 

কর্পূর

মশা দূর করার জন্য কয়েল ব্যবহার করা হয়। এতে মশা দূরে পালায় ঠিকই। কিন্তু কয়েলের ধোঁয়া আমাদের শরীরের ক্ষতি করে। এটি অনেকের জন্য অস্বস্তির কারণ হতে পারে। এ কারণে কয়েলের পরিবর্তে ব্যবহার করতে পারেন কর্পূর। কর্পূর জ্বালিয়ে রাখলে মশা দূর করা সহজ হবে।

 

রসুন

কেমিক্যালযুক্ত স্প্রের বদলে ব্যবহার করতে পারেন বাড়িতে তৈরি স্প্রে। এক্ষেত্রে গার্লিক স্প্রে তৈরি করতে পারেন। এই স্প্রের সাহায্যে মশা তাড়ানো সহজ হবে। কয়েক কোয়া রসুন থেতো করে পানিতে ভালোভাবে ফুটিয়ে নিন। এরপর নামিয়ে ঠাণ্ডা একটি স্প্রে বোতলে ঢেলে রাখুন। মশা দূর করতে এটি বাড়িতে স্প্রে করুন।

 

পানি জমতে না দেয়া

কোনো স্থানে পানি জমে থাকলে সেটি হয়ে ওঠে মশাদের প্রিয় স্থান। বৃষ্টির পানি জমে থাকতে পারে বাড়ির আশেপাশে। তাই ড্রেনেজ সিস্টেম ঠিক রাখুন। বাড়ির ভেতর কোথাও যেন পানি জমে না থাকে। সেদিকে খেয়াল রাখুন। কারণ, জমে থাকা পানিতে মশা ডিম পাড়ে। বাড়িতে গাছ থাকলে গাছের টবে যেন পানি না জমে সেদিকে খেয়াল রাখতে হবে।

 

কিছু গাছের ব্যবহার

কিছু গাছ আছে যেগুলো মশা তাড়াতে কার্যকরী। ভাবছেন, গাছ কীভাবে মশা তাড়াবে? আসলে কিছু গাছ বাড়িতে থাকলে মশা তার আশেপাশে আসতে পারে না। যেমন গাঁদা, তুলসি, লেমনগ্রাস, পুদিনা এবং ক্যাটনিপ ইত্যাদি। এ ধরনের গাছ শুধু মশাই নয়, দূরে রাখে অন্যান্য কীটপতঙ্গও।