ঢাকা, ২০ জানুয়ারি সোমবার, ২০২৫ || ৭ মাঘ ১৪৩১
good-food
১৭৮২

বাড়ি বাড়ি গিয়ে গাছের চারা বিতরণ

লাইফ টিভি 24

প্রকাশিত: ০৯:৩১ ১৭ আগস্ট ২০২০  

সারা দেশের বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি গিয়ে এক লাখ গাছের চারা বিতরণ কার্যক্রম চালিয়ে যাচ্ছে 'লাল সবুজ উন্নয়ন সংঘ' নামে সংগঠন। 'লাল সবুজের প্রচেষ্টা, সবুজ করব দেশটা' এই স্লোগানকে সামনে রেখে বৃক্ষেরোপন কর্মসূচি হাতে নিয়েছে সংগঠনটি। 
এরই অংশ হিসেবে রবিবার ব্রাহ্মণবাড়িয়ায় বিভিন্ন প্রজাতির ১২০০ ফলদ চারা বিতরণ করা হয়।

সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট লোকমান হোসেন কাজীপাড়া জেলা ঈদগাহ ময়দানে প্রধান অতিথি হিসেবে চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন । ব্রাহ্মণবাড়িয়া আইডিয়াল রেসিডেনসিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. সোপানুল ইসলাম সোপানের সভাপতিত্বে  অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল, জেলা সভাপতি মমিনুল হক রুবেল, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মাহি, সাংগঠনিক সম্পাদক রাসেল আহমেদ আশিক, প্রচার সম্পাদক মো. রাসেল প্রমুখ।

সভাপতি কাওসার আলম জানান, লাল সবুজ উন্নয়ন সংঘের সদস্যরা তাঁদের টিফিনের টাকা বাঁচিয়ে গত ৫ আগস্ট থেকে বাড়ি বাড়ি গিয়ে গাছের চারা রোপণ ও বিতরণ করে যাচ্ছে। আগামী তিন মাস কার্যক্রমটি সারা দেশে পরিচালনা করা হবে। এবছর সারা দেশে এক লাখ গাছের চারা রোপণ করা হবে।

গাছের জন্য ১ মিনিট বিভাগের পাঠকপ্রিয় খবর