ঢাকা, ১৬ জানুয়ারি বৃহস্পতিবার, ২০২৫ || ৩ মাঘ ১৪৩১
good-food
১৯৬

বিএনপি আন্দোলনের নামে পিকনিক পার্টি করছে : ওবায়দুল কাদের

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৮:১৬ ১০ ডিসেম্বর ২০২২  

বিএনপি আন্দোলনের নামে পিকনিক পার্টি শুরু করেছে। কোথা থেকে আসে টাকা? কোন ব্যবসায়ী, কোন শিল্পপতি কতো টাকা দিয়েছে, সে খবর আমরা জানি। টাকা দিয়ে পিকনিক করাচ্ছে বিএনপিকে দিয়ে।'


শনিবার বিকেলে সাভারের রেডিও কলোনি স্কুল অ্যান্ড কলেজ মাঠে আওয়ামী লীগের জনসভায় তিনি এ কথা বলেন।

 

ওবায়দুল কাদের বলেন,  বিএনপির সংসদ সদস্যরা পদত্যাগ করলেন। আপনারা ৭ জন গেলে জাতীয় সংসদ অচল হয়ে পড়বে এটা ভাবার কোনো কারণ নেই। এই ভুলের জন্য বিএনপিকে অনুতাপ করতে হবে।

 

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেন, বিএনপির সংসদ সদস্যরা লজ্জায় পদত্যাগ করেছেন।

 

সাভার ও ধামরাই উপজেলা এবং আশুলিয়া থানা আওয়ামী লীগ জানায়, বিএনপি-জামায়াতের ষড়যন্ত্র ও মিথ্যাচারের প্রতিবাদে এই জনসভার আয়োজন করা হয় ।

 

সাভার উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা দৌলার সভাপতিত্বে শুরু জনসভায়  কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখেন।