ঢাকা, ১৭ জানুয়ারি শুক্রবার, ২০২৫ || ৪ মাঘ ১৪৩১
good-food
৩৬৮

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এমএ হকের মৃত্যু

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৫:১২ ৩ জুলাই ২০২০  

নিউমোনিয়া ও করোনভাইরাসের উপসর্গ নিয়ে বিএনপি চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা, সিলেট জেলা ও মহানগর বিএনপির সাবেক সভাপতি এমএ হক মারা গেছেন (ইন্না লিল্লাহি..... রাজিউন)।

নর্থইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকাল ১০টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তার মৃত্যুতে বিএনপি চেয়ারপার্সন মির্জা ফখরুল ইসলাম আলমগীর গভীর শোক প্রকাশ করেছেন। 

হাসপাতালের করোনা ইউনিটের সমন্বয়ক ডা. নাজমুল ইসলাম জানান, শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বুধবার বিকেলের দিকে এমএ হককে আইসিইউতে স্থানান্তর করা হয়েছিল।

তিনি জানান, এমএ হকের করোনা পরীক্ষার জন্য বৃহস্পতিবার তার নমুনা সংগ্রহ করা হলেও রিপোর্ট এখনও আসেনি।

উল্লেন‌্য, এমএ হক সিলেট সিটি করপোরেশনের প্রথম নির্বাচনে বিএনপির সমর্থনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন