ঢাকা, ০৮ জানুয়ারি বুধবার, ২০২৫ || ২৫ পৌষ ১৪৩১
good-food
৭৪১

বিএনপি প্রার্থীর মৃত্যু: চাঁদপুর পৌরসভার মেয়র নির্বাচন স্থগিত

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৬:৫৬ ১৩ মার্চ ২০২০  

পৌরসভার সাবেক চেয়ারম্যান ও আগামী নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের মেয়র প্রার্থী মো. সফিকুর রহমান ভুঁইয়া (৬০) আর নেই। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। 
শুক্রবার ভোরে হাজী মহসীন রোডস্থ প্রিমিয়ার হসপিটালে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে মো. সফিকুর রহমান ভুঁইয়া স্ত্রী, দুই কন্যা, এক পুত্র সন্তান, আত্মীয় স্বজন, রাজনৈতিক সহকর্মী ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। 
 জেলা নির্বাচন কর্মকর্তা মো. হেলাল উদ্দিন খান জানান, সফিকুর রহমান ভুঁইয়ার মৃত্যুর কারনে আগামী ২৯ মার্চ চাঁদপুর পৌরসভার মেয়র পদে নির্বাচন স্থগিত করা হয়েছে।

মরহুমের পৈত্রিক নিবাস শহরের দক্ষিণ গুনরাজদী ভুঁইয়া বাড়ী। সর্বশেষ তিনি শহরের শহীদ জাবেদ সড়ক (ট্রাক ঘাট) নিজ বাড়িতে বসবাস করতেন।
শুক্রবার বাদ আছর চাঁদপুর হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হয়।
জানা গেছে, বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকাল পর্যন্ত শহরের পুরানবাজার ৫নং ওয়ার্ড রঘুনাথপুরসহ আশপাশের এলাকায় নির্বাচনী গণসংযোগ করেছেন মো. সফিকুর রহমান ভুঁইয়া। এসময় দিনের বেলায় কয়েকবার অসুস্থতা বোধ করেন তিনি। পরে রাত ১১টার দিকে বুকে ব্যথা অনুভব করলে তাকে প্রিমিয়ার হসপিটালে ভর্তি করা হয়। হাসপাতালের চিকিৎসক ভোরের দিকে তাকে মৃত বলে ঘোষণা করেন। 

সফিকুর রহমান ভুঁইয়া বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, চাঁদপুর জেলা যুবদলের সাবেক সভাপতি ও জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ছিলেন। তার মৃত্যুতে চাঁদপুর জেলা বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দলের পক্ষ থেকে শোক প্রকাশ করেছেন। 
বিএনপির এই নেতার মৃত্যুর সংবাদ পেয়ে তার ট্রাকঘাটস্থ বাড়িতে বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতা-কর্মীরা এক নজর দেখার জন্য ছুটে আসেন।
এদিকে, চাঁদপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে বিএনপি থেকে আরও মনোনয়ন প্রত্যাশী এবং গ্রুপিং থাকলেও সর্বশেষ জেলা বিএনপি ঐক্যবদ্ধ হয়ে গত ২৬ ফেব্রুয়ারি বিএনপি থেকে সফিকুর রহমান ভূঁইয়াকে একক প্রার্থী ঘোষণা করে।
স্থানীয় সরকার নির্বাচন বিধিমালা আইন-২০১০ (সংশোধিত) অনুযায়ী, ভোটগ্রহণের আগে বৈধভাবে মনোনীত যে কোনো প্রার্থী মারা গেলে রিটার্নিং কর্মকর্তা পৌরসভার সংশ্লিষ্ট পদের নির্বাচন কার্যক্রম গণবিজ্ঞপ্তির মাধ্যমে স্থগিত করে দেবেন।
এর প্রেক্ষিতে চাঁদপুর জেলা নির্বাচন কর্মকর্তা হেলাল উদ্দীন জানান, গণবিজ্ঞপ্তির মাধ্যমে মেয়র পদের নির্বাচন স্থগিত করা হবে। পরে তফসিল ঘোষণা করে নির্বাচন সম্পন্ন করা হবে। আগামী ২৯ মার্চ পৌরসভার নির্বাচন হওয়ার নির্ধারিত তারিখ ছিল।