ঢাকা, ১৬ জানুয়ারি বৃহস্পতিবার, ২০২৫ || ৩ মাঘ ১৪৩১
good-food
৩৭২

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল স্ত্রীসহ করোনা আক্রান্ত

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৭:৫৯ ১১ জানুয়ারি ২০২২  

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তার স্ত্রী রাহাত আরা বেগম করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।মির্জা ফখরুলের ছোট মেয়ে সাফুরা মির্জা মঙ্গলবার মা-বাবার করোনা পজিটিভ হওয়ার বিষয়টি নিশ্চিত করেন। সাফুরা মির্জা জানান, তারা দুজনেই বাসায় আইসোলেশনে আছেন।

 

এদিকে বিএনপির ভাইস চেয়ারম্য্যান অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন  জানিয়েছেন, মহাসচিব ও তার স্ত্রী রাহাত আরা বেগম-দুইজনের করোনা টেস্টের ফলাফল পজেটিভ এসেছে।

 

তিনি বলেন, ‘কয়েকদিন যাবত মহাসচিবসহ ভাবী অসুস্থতা বোধ করছিলেন। গত পরশু ভাবীর এবং গতকাল রাতে মহাসচিবের করোনা টেস্টের ফলাফল পজেটিভ এসেছে। এখন উত্তরার বাসায় তারা কোয়ারেন্টাইনে থেকে চিকিৎসা নিচ্ছেন।