ঢাকা, ১৯ জানুয়ারি রোববার, ২০২৫ || ৬ মাঘ ১৪৩১
good-food
৮১৫

বিএনপির অনেকেই স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়াবেন : কাদের

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৬:০১ ৯ ফেব্রুয়ারি ২০১৯  

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপির অনেকেই স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেবেন।

উপজেলা নির্বাচন শুধু বিএনপিই নয়, জাপা সিপিবিসহ অন্যান্য দলগুলো বয়কট করছে। আওয়ামী লীগ ছাড়া কোন দলই মনোনয়ন দিচ্ছে না। এ অবস্থায় আজ শনিবার ধানমণ্ডির আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, অপজিশন শক্তিশালী হলে গণতন্ত্রের জন্য ভালো। বিএনপি দুর্বল হোক, সেটা আমরা চাই না। কিন্তু তারা নিজেদের নেতিবাচক রাজনীতির জন্য দুর্বল হলে আমাদের কিছু করার নেই।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের কথা উল্লেখ করে কাদের বলেন, বিএনপি নির্বাচনে অংশ নেয়ার আগেই হেরে যায়। তারা নালিশের রাজনীতি করছে।