ঢাকা, ১৭ জানুয়ারি শুক্রবার, ২০২৫ || ৪ মাঘ ১৪৩১
good-food
৪২৮

বিএনপির হামলার আশঙ্কায় ভোটার কম ছিল: তথ্যমন্ত্রী

লাইফ টিভি 24

প্রকাশিত: ২০:৩৭ ৬ ফেব্রুয়ারি ২০২০  


তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির হামলার আশঙ্কায় ভোটার উপস্থিতি কম ছিল। তবে উপমহাদেশের মানদণ্ড বিবেচনায় সবচেয়ে ভালো ভোট হয়েছে।

 বৃহস্পতিবার দুপুরে রাজশাহী শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত রাজশাহী জেলা আওয়ামী লীগের প্রতিনিধি সভায় তিনি এ কথা বলেন।  

ড. হাছান মাহমুদ বলেন, তারা ইভিএম সম্পর্কে ভোটারদের মাঝে ভীতি তৈরি করেছিল। বিএনপি বার বার ঘোষণা দিয়েছিল, এ নির্বাচন তাদের আন্দোলনের অংশ। আর বিএনপির আন্দোলন মানেই সন্ত্রাস।

রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতি মেরাজ উদ্দিন মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, দলের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন, নির্বাহী কমিটির সদস্য নূরুল ইসলাম ঠান্ডু, ডা. রোকেয়া সুলতানা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল ওয়াদুদ দারা, ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি, ডা. মনসুর রহমান এমপি, আয়েন উদ্দিন এমপি।

রাজশাহী জেলা আওয়ামী লীগের নব নির্বাচিত কমিটির এটি প্রথম প্রতিনিধি সভা। সভায় জেলা নেতৃবৃন্দ ও তৃণমূলের কর্মীরা উপস্থিত ছিলেন।বিকেলে রাজশাহী মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে  তথ্যমন্ত্রী উপস্থিত ছিলেন।