ঢাকা, ২৫ নভেম্বর সোমবার, ২০২৪ || ১১ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
৫২৪

বিক্রিতে মন্দা: স্বর্ণের দাম কমালো বাজুস

লাইফ টিভি 24

প্রকাশিত: ২০:০৮ ১০ সেপ্টেম্বর ২০১৯  

গত দেড় মাসে টানা পাঁচ দফায় বাড়ার পর অবশেষে ভরি প্রতি এক হাজার ১৬৬ টাকা কমেছে স্বর্ণের দাম।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) স্বর্ণের দাম কমার এ ঘোষণা দিয়েছে স্বর্ণ ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এর আগে জুলাইয়ের ২৪ তারিখ থেকে ২৭ আগস্ট পর্যন্ত আন্তর্জাতিক বাজারের দোহাই দিয়ে পাঁচ দফায় স্বর্ণের দাম বাড়ানো হয়েছে। যার মধ্যে আগস্টেই বেড়েছে চারবার।
জানা গেছে, আন্তর্জাতিক বাজারে মূল্য বৃদ্ধির অজুহাতে এক মাসের ব্যবধানে টানা চারবার স্বর্ণের দাম বাড়ায় বাজুস। ফলে বিক্রিতে নেমে আসে মন্দা। অন্যদিকে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম পড়তি। এ অবস্থায় বাধ্য হয়েই দাম ভরিতে ১ হাজার ১৬৬ টাকা কমানোর ঘোষণা দিলো ব্যবসায়ীরা। 

নতুন দাম অনুযায়ী- ১০ সেপ্টেম্বর থেকে ২২ ক্যারেটের ভরিপ্রতি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ৫৭ হাজার ৯১২ টাকা, ২১ ক্যারেটের ভরিপ্রতি স্বর্ণ ৫৪ হাজার ৫২৯ এবং ১৮ ক্যারেটের স্বর্ণ ভরিপ্রতি ৪৯ হাজার ৫১৪ টাকায় বিক্রি হবে।