ঢাকা, ২৪ নভেম্বর রোববার, ২০২৪ || ১০ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
১১০

বিক্ষোভের মুখে পদত্যাগ করলেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৮:৩৫ ১০ আগস্ট ২০২৪  

প্রধান বিচারপতি ওবায়দুল হাসান পদত্যাগ করেছেন। শনিবার দুপুর ১টার মধ্যে শিক্ষার্থীরা তাকে পদত্যাগের আল্টিমেটাম দেওয়ার পর প্রধান বিচারপতি এ সিদ্ধান্ত নেন। এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে কয়েকশ আন্দোলনকারী সুপ্রিম কোর্ট ঘেরাও করে।

 

সূত্র জানিয়েছে, ওবায়দুল হাসানের পদত্যাগপত্র আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়।  পরে এ সম্পর্কিত প্রজ্ঞাপন জারি করা হয়। সকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে কয়েকশ আন্দোলনকারী সুপ্রিম কোর্ট ঘেরাও করে। এ সময় দুপুর ১টার মধ্যে প্রধান বিচারপতিকে পদত্যাগের আল্টিমেটাম দেওয়া হয়। অন্যথায় তার বাসভবন ঘেরাও করা হবে বলে জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ।

 

প্রধান বিচারপতি সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সাংবাদিকদের বলেন, উদ্ভূত পরিস্থিতির মধ্যে সুপ্রিম কোর্ট, হাইকোর্ট ও অন্যান্য নিম্ন আদালতের বিচারকদের নিরাপত্তার কথা বিবেচনা করে তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। এদিকে প্রধান বিচারপতির পর আপীল বিভাগের আরো চারজন বিচারপতি পদত্যাগ করেন। 

বাংলাদেশ বিভাগের পাঠকপ্রিয় খবর