ঢাকা, ২২ ডিসেম্বর রোববার, ২০২৪ || ৮ পৌষ ১৪৩১
good-food
১৭৬

বিতর্কিত ময়ূখের সঙ্গে চঞ্চলের ছবি ভাইরাল, সমালোচনার ঝড়

লাইফ টিভি 24

প্রকাশিত: ০৪:৪৮ ৫ অক্টোবর ২০২৪  

দুই বাংলার জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী ছোট পর্দা থেকে শুরু করে চলচ্চিত্রে অভিনয় করে দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছেন। তার অভিনয়ের স্বীকৃতি হিসেবে শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং সেরা অভিনেতা বিভাগে মেরিল-প্রথম আলো একটি ও দুটি সমালোচক পুরস্কার লাভ করেন।

 

তবে এতো সফলতার পরেও বিতর্ক যেন তার পিছু ছাড়ছে না। শুরুটা মূলত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় থেকে। আন্দোলনের সময় সাধারণ জনতার পাশাপাশি তারকা ও শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়ে তাদের পাশে ছিল। 

 

তবে এ বিষয় নিয়ে চুপ থাকতে দেখা গেছে চঞ্চল চৌধুরীকে। এরপর বেশ সমালোচনার শিকার হয়েছিলেন তিনি। এবার ওপার বাংলার টেলিভিশন উপস্থাপন ময়ূখ রঞ্জন ঘোষের সঙ্গে পুরোনো কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ২০২২ সালের সেপ্টেম্বরে ময়ূখ তার ফেসবুক আইডিতে চঞ্চলকে ট্যাগ করে ছবি শেয়ার করেছিলেন। যেখানে ক্যাপশনে লিখেছিলেন, ‘সাদা সাদা কালা কালা, রং জমেছে সাদা কালা হইছি আমি মন পাগলা, বসন্ত কালে তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি, বসন্ত কালে তোমায়  বলতে পারিনি।’

 

এই ছবি নিয়েই সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনদের মধ্যে চলছে বেশ সমালোচনা। মিজানুর রহমান নামের একজন সেই ছবি শেয়ার করে লিখেছেন, চঞ্চল চৌধুরী কেমন গন শত্রু দেখেন। কেমন বাংলাদেশ বিরোধী দেখেন। আর কাউকে পাবেন না বাংলাদেশে এই মালের সঙ্গে ছবি আছে। চঞ্চল চৌধুরেই একমাত্র ব্যক্তি যে এই মালের সঙ্গেও কেমন মিন মিন মিন মিন করে ঢলাঢলি করে।

 

আলী হাসান নামে অপর একজন লিখেছেন, ধর্মতো ভাই, চঞ্চল চৌধুরী একজন দেশপ্রেমিক ভারতীয় থক্কু বা বাংলাদেশি। পাশের জনকে চেনেন, রিপাবলিক টিভির সেই মাল। আরেকজনের ভাষ্য, কলকাতার মলম বিক্রেতার সঙ্গে ভারতীয় দালাল দেশদ্রোহী গণদুশমন চঞ্চল চৌধুরী।

 

উল্লেখ্য, ময়ূখ রঞ্জন ঘোষ ভারতীয় টেলিভিশন চ্যানেল রিপাবলিক বাংলায় সিনিয়র এডিটর এবং হেড অফ ইনপুট হিসেবে কর্মরত রয়েছেন। সম্প্রতি বাংলাদেশ নিয়ে মিথ্যা বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিতভাবে বিভিন্ন অঙ্গভঙ্গি দিয়ে সংবাদ উপস্থাপনের মাধ্যমে দর্শকমহলের নজরে এসেছেন। 

বিনোদন বিভাগের পাঠকপ্রিয় খবর