ঢাকা, ২৪ নভেম্বর রোববার, ২০২৪ || ১০ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
১৮৫

বিদ্রোহীদের কাছে পরাজিত হচ্ছে মিয়ানমারের সেনাবাহিনী

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৬:৫২ ১৯ জানুয়ারি ২০২৪  

বিদ্রোহী সশস্ত্র জাতিগোষ্ঠীর কাছে একের পর এক পরাজিত হচ্ছে মিয়ানমারের সেনাবাহিনী। তারা একটি ব্যাটালিয়ন হেডকোয়ার্টার বা সদর দপ্তর, যুদ্ধবিমান এবং কয়েক শত সেনাকে হারিয়েছে। 

 

অনলাইন ইরাবতী বলছে, পিপলস ডিফেন্স ফোর্সেস এবং কয়েকটি জাতিগত সশস্ত্র গ্রুপ দেশে শাসকগোষ্ঠীর বিরুদ্ধে হামলা জোরালো করেছে। এ ঘটনা ঘটেছে শান, চিন, রাখাইন রাজ্যে এবং সাগাইং অঞ্চলে। উত্তরাঞ্চলীয় শান রাজ্যে সামরিক বাহিনীর একটি যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করেছে কাচিন ইন্ডিপেডেন্স আর্মি (কেআইএ)। একইসাথে তারা এজন ব্রিগেডিয়ার জেনারেলকে আটক করেছে। 

 

মঙ্গলবার শান রাজ্যের নাম্পাকা গ্রামে কেআইএ’র সেনারা এ ঘটনা ঘটায় বলে নিশ্চিত করেছেন কেআইএর তথ্য বিষয়ক কর্মকর্তা কর্নেল নাও বু। ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকে কুটকাইয়ে একটি গুরুত্বপূর্ণ ঘাঁটি দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে কেআইএ এবং তার মিত্ররা। ৩রা জানুয়ারি তারা কাচিনের ওয়াইংমাও শহরের একটি ফ্রন্টলাইন ঘাঁটিতে যাওয়ার পথে একটি সামরিক পরিবহন হেলিকপ্টারকে গুলি করে ভূপাতিত করেছে কেআইএ। এতে কমপক্ষে ৬ সামরিক কর্মকর্তা নিহত হয়েছেন। 
 

বিশ্ব বিভাগের পাঠকপ্রিয় খবর