ঢাকা, ৩০ নভেম্বর শনিবার, ২০২৪ || ১৫ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
৩৩৪

বিধ্বস্ত লেবাননের ক্ষমতা নিচ্ছে সেনাবাহিনী

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৪:৪৮ ১৪ আগস্ট ২০২০  

বিধ্বস্ত লেবাননের  ক্ষমতা যাচ্ছে সেনাবাহিনীর হাতে। বৃহস্পতিবার  দেশটির সংসদ জরুরি অবস্থা অনুমোদন করে।লেবাননে গত ৪ আগস্ট ভয়াবহ বিস্ফোরণের পর আন্দোলনের মুখে সরকার পদত্যাগ করতে বাধ্য হলও  প্রেসিডেন্ট ও স্পিকারের পদত্যাগের জন্য আন্দোলন অব্যাহত আছে।  
জরুরি অবস্থা বাকস্বাধীনতা, সমাবেশ ও গণমাধ্যমের স্বাধীনতা বন্ধসহ বাড়িতে প্রবেশ করে যে কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করার জন্য সেনাবাহিনীকে অনুমতি দেয়। যা সাধারণ মানুষের নিরাপত্তার জন্য হুমকি বলে মনে করা হচ্ছে।

১০ মাস আগে দুর্নীতি ও স্বজনপ্রীতির অভিযোগে গণবিক্ষোভের মুখে সাবেক প্রধানমন্ত্রী সাদ হারিরিকে পদত্যাগ করতে হয়।  অল্প সময়ের মধ্যে দুটি সরকারের পতনের ফলে দেশটির রাজনৈতিক ভবিষ্যত নিয়ে এখন প্রশ্ন ওঠেছে ?

নতুন মন্ত্রিসভা গঠন না হওয়া পর্যন্ত বর্তমান সরকার তত্ত্বাবধায়কের ভূমিকায় থাকছে। অনেকের আশঙ্কা, নতুন সরকার গঠন দীর্ঘায়িত হবে এবং সে সময়ে দেশ অচল হয়ে থাকবে।

তবে এই জরুরি অবস্থা জারি করা নিয়ে  বিভিন্ন আন্তর্জাতিক সংগঠন সমালোচনা করছে।

বিশ্ব বিভাগের পাঠকপ্রিয় খবর