ঢাকা, ২৯ নভেম্বর শুক্রবার, ২০২৪ || ১৫ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
৩২০

বিপদমুক্ত না হয়েই হাসপাতাল ছাড়লেন ট্রাম্প, খুলে ফেললেন মাস্ক

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৩:২৪ ৬ অক্টোবর ২০২০  

হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন করোনা আক্রান্ত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশটির ওয়াশিংটনের ওয়াল্টার রিড হসপিটালে তিনদিন চিকিৎসাধীন ছিলেন তিনি।

 

ইতোমধ্যে হোয়াইট হাউসের বেশ কয়েকজন কর্মী প্রাণঘাতী ভাইরাসে আক্রান্ত হয়েছেন। অথচ এখানে ফিরেই ব্যালকনিতে এসে মাস্ক খুলে ফেলেন ট্রাম্প। এর সমালোচনায় মেতেছেন বিরোধীরা।

 

এর আগে টুইটবার্তায় তিনি বলেন, সত্যি খুব ভালো লাগছে। করোনাকে ভয় পাবেন না। নিজের জীবনে একে আধিপত্য বিস্তার করতে দেবেন না।

 

তবে ট্রাম্প এখনো পুরোপুরি আশঙ্কামুক্ত নন বলে জানিয়েছেন হোয়াইট হাউসের চিকিৎসক ডা. শন কনলি। 

 

কিন্তু মার্কিন প্রেসিডেন্টের বাসায় ফেরার সিদ্ধান্তকে সমর্থন করে মেডিকেল টিম জানায়, হাসপাতাল ছাড়লেও বাড়িতে ২৪ ঘণ্টা তাকে বিশ্বের সর্বোচ্চ চিকিৎসা সেবা দেয়া হবে। 

 

তবে আসন্ন মার্কিন নির্বাচনী প্রচারণায় ট্রাম্প অংশ নিতে পারবেন কি না এ প্রশ্নের স্পষ্ট উত্তর দেননি তারা।

বিশ্ব বিভাগের পাঠকপ্রিয় খবর