ঢাকা, ০৮ জানুয়ারি বুধবার, ২০২৫ || ২৫ পৌষ ১৪৩১
good-food
১৯

বিপাশা-জনকে নিয়ে বিতর্কিত মন্তব্য অমিতাভের, সিনেপাড়ায় তোলপাড়

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৪:৫৭ ৭ জানুয়ারি ২০২৫  

বিপাশা বসু ও জন আব্রাহামের সম্পর্ক নিয়ে একসময় বলিউড পাড়ায় ব্যাপক আলোচনা ছিল। ‘জিসম’ সিনেমায় দুই তারকার উষ্ণ রসায়ন যার ঝড় তুলেছিল। শোনা যায়, বাস্তবেও তাদের কেমিস্ট্রি ছিল দারুণ। ২০০২ থেকে ২০১১ সাল পর্যন্ত টিকেছিল বিপাশা ও জনের প্রেম। এ নিয়ে এক সাক্ষাৎকারে রসালো মন্তব্য করেন অমিতাভ বচ্চনও।

 

‘অ্যায়তবার’ ছবিতে অমিতাভের সঙ্গে কাজ করেছিলেন বিপাশা ও জন। বিপাশার বাবার চরিত্রে অভিনয় করেন বলিউড শাহেনশাহ। সেই ছবির শুটিং চলাকালীনই সিমি গঢ়েয়ালকে সাক্ষাৎকার দিয়েছিলেন তিনি। সেসময় জন-বিপাশাকে নিয়ে মন্তব্য করে বিতর্ক তৈরি করেন বিগ বি।

 

অমিতাভ বলেন, সেসময় ‘কনজাংটিভাইটিস’-এ আক্রান্ত ছিলেন জন। সেই অসুখ নিয়েই তিনি শুটিং সেটে আসেন। এ কথা শুনে চমকে যান সিমি। কিছুটা মজা করেই তিনি সেটের অন্যদের পরামর্শ দেন, অমিতাভ যা যা স্পর্শ করেছেন তা যেন ভুলেও কেউ না ধরে। অন্যথায় কনজাংটিভাইটিস ছড়িয়ে পড়বে মুহূর্তে। 

 

এই শুনে পাল্টা রসিকতা করেন অমিতাভ। তিনি বলেন, আরে আমার থেকে কেন কিছু হবে। আমি তো কিছু করিনি। জনকে স্পর্শ করেন বিপাশা। আমি কেন করতে যাব!

 

সেসময় বেশ টক অব দ্য টাউন ছিল অমিতাভের এই মন্তব্য। বিপাশা ও জনকে তখন বলিউডের ‘পাওয়ার কাপল’ মনে করা হতো। কিন্তু হঠাৎই ছন্দপতন হয়। ২০১১ সালে বিচ্ছেদের পথে হাঁটেন তারা। তাদের ভক্তদের কাছে এই খবর বড় ধাক্কা ছিল। বিপাশাও ভেঙে পড়েছিলেন। পরে করন সিং গ্রোভারকে বিয়ে করেন বাঙালি ললনা।

বিনোদন বিভাগের পাঠকপ্রিয় খবর