ঢাকা, ০৩ জানুয়ারি শুক্রবার, ২০২৫ || ১৯ পৌষ ১৪৩১
good-food
৯১

বিপিএলে শাকিব খানের দলের মেন্টর সাঈদ আজমল

লাইফ টিভি 24

প্রকাশিত: ০২:৪৫ ২৭ অক্টোবর ২০২৪  

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দল ঢাকা ক্যাপিটালসের মেন্টর হিসেবে নিয়োগ পেয়েছেন পাকিস্তানের সাবেক স্পিনার সাইদ আজমল। এর আগে গত বুধবার (২৪ অক্টোবর) প্রধান কোচ হিসেবে খালেদ মাহমুদ সুজনকে নিয়োগ দিয়েছিল চিত্রনায়ক শাকিব খানের মালিকানাধীন ঢাকা ক্যাপিটালস।

 

শনিবার (২৬ অক্টোবর) সাইদ আজমলকে মেন্টর হিসেবে নিয়োগ দেওয়ার কথা নিশ্চিত করেছে ঢাকা ক্যাপিটালস। এর আগে পাকিস্তানের কিংবদন্তি অলরাউন্ডার শহীদ আফ্রিদিকে ‘ব্রান্ড অ্যাম্বাসেডর’ ঘোষণা দিয়েছিল চিটাগাং কিংস।

 

বিপিএলে প্রথমবার অংশ নিতে যাওয়া ক্যাপিটালস এরই মধ্যে প্লেয়ার্স ড্রাফট এবং সরাসরি চুক্তিতে বেশ কয়েকজন শীর্ষ ক্রিকেটারকে দলে ভিড়িয়েছে। মোস্তাফিজুর রহমান, তানজিদ হাসান তামিম, থিসারা পেরেরা, জনসন চার্লস, স্টিফেন স্কিনাজি, আমির হামজা, শাহনেওয়াজ দাহানি, লিটন দাস, সাব্বির রহমান ও সাইম আইয়ুবদের মতো তারকারা এবার ঢাকার জার্সিতে খেলবেন।

 

প্রসঙ্গত, আগামী ২৭ ডিসেম্বর মাঠে গড়াবে বিপিএল একাদশ সংস্করণ। স্কোয়াড সাজানোর পর এখন কোচিং প্যানেলের গঠনের কাজ করছে ফ্র্যাঞ্চাইজিরা।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর