ঢাকা, ০৩ ডিসেম্বর মঙ্গলবার, ২০২৪ || ১৯ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
১৩৭০

বিভাজন

লাইফ টিভি 24

প্রকাশিত: ২২:৪৪ ২ ফেব্রুয়ারি ২০২১  

আমি পুরোটা আমার নই
আবার, আমার সমস্তটা নয় অন্য কারো
নিজেকে কতবার ভেঙেচুরে রুপান্তরিত করেছি
স্থান -কাল ও পাত্রের বিন্যাসে...

 

টুকরো, টুকরো করেছি অবিন্যস্তভাবে প্রয়োজন অনুসারে 
তারপর একেকটি টুকরো তুলে দিয়েছি 
একেকজনের হাতে, ঠিক অংশীদারিত্বের মতো করে।

 

আবার একান্ত প্রিয় কিছু সত্ত্বায় জামানত রেখেছি নিজের সুখ -স্বপ্ন -স্বাধীনতাটুকুও...
দেনা পাওনার হিসাবে আমি চিরকালই বড্ড অচতুর 
যাকে কেন্দ্র করে উপগ্রহের মতো কাটিয়ে দিলাম এতটাকাল...
তার সত্ত্বায়ও বা কতটুকুই আমার অস্তিত্ব? 

 

তিল তিল করে বেড়েই চলেছে যে রক্ত -মাংসের 
ভ্রুণ তার কতটুকুতেই-বা লেগে আছে আমার শরীরের গন্ধ ? 
জানি সময় ও কালের স্বল্পতা দিয়ে কখনো 
স্নেহ -মায়া ও ভালোবাসা বিচার করা যায় না !
তবুও সময় বড্ড অকরুণ গুপ্তচর...!

 

অতি সঙ্গোপনেই প্রশ্ন রেখে যায় ঘুমন্ত সত্ত্বার কোলে-
কে আমি? 
কি আমি?
আমি ঠিক কতটুকু...! 
কার কতটা ?

 

# আজমেরিনা শাহানি
কবি, গল্পকার, উপস্থাপিকা 
সাবেক রানারআপ, খুলনা ডিভিশন, লাক্স আনন্দধারা মিস বাংলাদেশ ফটোজনিক

শিল্প-সাহিত্য বিভাগের পাঠকপ্রিয় খবর