ঢাকা, ২৪ নভেম্বর রোববার, ২০২৪ || ১০ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
১২৮

বিরল রোগে আক্রান্ত সামান্থা

লাইফ টিভি 24

প্রকাশিত: ০১:২৩ ৩০ অক্টোবর ২০২২  

হাসপাতালে ভর্তি সামান্থা রুথ প্রভু। বেশ কয়েক মাস ধরেই তিনি জটিল রোগে আক্রান্ত। শনিবার প্রথম সে কথা জানালেন অনুরাগীদের। শারীরিক ও মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়েছিলেন দক্ষিণী তারকা। কিন্তু খুব ধীরে ধীরে সুস্থ হওয়ার পথে এগোচ্ছেন বলে আশ্বস্ত করলেন 'ফ্যামিলি ম্যান ২'-এর অভিনেত্রী।

 

মায়োসাইটিস নামে এক বিরল রোগে ভুগছেন সামান্থা। এই রোগের ফলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা সরাসরি আক্রমণ করে মাসল বা পেশিকে। একাধিক কারণে এই রোগ হতে পারে। এতে পেশিতে অনেকসময় তীব্র যন্ত্রণার সৃষ্টি হয়। এর প্রধান উপসর্গ, পেশিতে যন্ত্রণা ও দুর্বলতা। দিনে দিনে সে সমস্যা বাড়তে থাকে। এই রোগে আক্রান্ত অনেকেই সামান্য হেঁটেও ক্লান্ত হয়ে পড়েন বা পড়ে যেতে পারেন।

 

সামান্থা ইনস্টাগ্রামে হাসপাতালের শয্যার একটি ছবি দিলেন। তাঁর হাত ও মাথার পিছনটা দৃশ্যমান। হাতে একাধিক নল লাগানো রয়েছে। দুই হাত দিয়ে হৃদয়ের চিহ্ন ফুটিয়ে তুলেছেন 'আন্তাভা' তারকা।

 

ছবির সঙ্গে নাগা চৈতন্যের সাবেক স্ত্রী লিখেছেন, 'যশোদা ট্রেলারে আপনাদের প্রতিক্রিয়া পেয়ে খুব খুশি হয়েছি। এই ভালবাসা আমি আপনাদের সবার সঙ্গে ভাগ করে নিতে চাই। আর এই ভালবাসার জোরেই জীবন আমাকে ক্রমাগত যা চ্যালেঞ্জ ছুড়ে দেয়। তার সঙ্গে মোকাবিলা করতে পারি।

 

তিনি বলেন, কয়েক মাস আগে মায়োসাইটিস নামে একটি অটোইমিউন রোগ ধরা পড়ে আমার শরীরে। ভেবেছিলাম, সেরে ওঠার পরেই এই খবরটা আপনাদের জানাব। কিন্তু যতটা ভেবেছিলাম, তার থেকে একটু বেশি সময় নিচ্ছে সারতে। আমি ধীরে ধীরে বুঝতে পারছি যে আমাদের সবসময় শক্ত থাকার দরকার নেই।

 

সামান্থা বলেন, এ দুর্বলতাকে গ্রহণ করতে শিখছি। তবে খুব শিগগিরই আমি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠতে পারব বলে আশাবাদী চিকিত্‍সকরা। ভালো দিন এবং খারাপ দিন, দুই রকমের সময় কাটিয়েছি... শারীরিক এবং মানসিকভাবে... এমনকি যখন মনে হয়েছে, আমি এর থেকে বেশি আর একটা দিনও সহ্য করতে পারছি না।

 

তিনি বলেন, সেই মুহূর্তটিও কোনোভাবে কেটে গিয়েছে। আর তা থেকেই বুঝতে পারছি যে সুস্থ হওয়ার দিকে এগোচ্ছি ধীরে ধীরে। আপানাদের ভালোবাসা... এই সময়টাও কেটে যাবে।

বিনোদন বিভাগের পাঠকপ্রিয় খবর