ঢাকা, ১২ ডিসেম্বর বৃহস্পতিবার, ২০২৪ || ২৮ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
২০৮

বিশ্বকাপ যাত্রার আগে আনুষ্ঠানিক ফটোসেশন শান্ত-সাকিবদের

লাইফ টিভি 24

প্রকাশিত: ০২:১৪ ১৬ মে ২০২৪  

ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে বুধবার (১৫ মে) রাতে দেশ ছেড়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। বৈশ্বিক টুর্নামেন্টের আগে অবশ্য প্রস্তুতির অংশ হিসেবে আয়োজক যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের একটি সিরিজ খেলবেন নাজমুল হোসেন-সাকিব আল হাসানরা।

 

এই সিরিজের জন্য আগেভাগে দেশ ছাড়ার আগে এদিন দুপুরে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আনুষ্ঠানিক ফটোসেশনে অংশ নেয় বিশ্বকাপ দলে ডাক পাওয়া ১৫ ক্রিকেটার। এ ছাড়া এই ফটোসেশনে ছিলেন কোচিং স্টাফ, সাপোর্ট স্টাফের সদস্যরা ও বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

 

আগামী ২ জুন যুক্তরাষ্ট্র ও ক্যারিবীয় দ্বীপপুঞ্জে পর্দা উঠছে টি-টোয়েন্টি বিশ্বকাপের। তবে বাংলাদেশ দলের বিশ্বকাপ মিশন শুরু হবে ৭ জুন থেকে। গ্রুপ অব ডেথখ্যাত ‘ডি’-তে বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে আছে দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, নেদারল্যান্ডস ও নেপাল।

 

বিশ্বকাপ স্কোয়াড

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাসকিন আহমেদ (সহ-অধিনায়ক) লিটন দাস, সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান, রিশাদ হোসেন, জাকের আলী অনিক (উইকেটরক্ষক), মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, তানভীর ইসলাম, তানজিম হাসান সাকিব। 

স্ট্যান্ড বাই: আফিফ হোসেন, হাসান মাহমুদ। 

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর