ঢাকা, ১২ ডিসেম্বর বৃহস্পতিবার, ২০২৪ || ২৮ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
১৬৭

বিশ্বকাপে বাংলাদেশের দুই প্রস্তুতি ম্যাচের সূচি ঘোষণা

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৯:১২ ১৭ মে ২০২৪  

বিশ্বকাপের এখনো দুই সপ্তাহ বাকি থাকলেও বাংলাদেশের বিশ্বকাপ সফর শুরু হয়েছে। এরই মধ্যে যুক্তরাষ্ট্র পৌঁছেছে বাংলাদেশ। টি-২০ বিশ্বকাপের অন্যতম স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ খেলবে টাইগাররা।

 

এরপর দুটি প্রস্তুতি ম্যাচ খেলে মূল আসরের প্রস্তুতি সারবে। শুক্রবার আইসিসি বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচের সূচি ঘোষণা করেছে। সেখানে বাংলাদেশ যুক্তরাষ্ট্র ও ভারতের বিপক্ষে ম্যাচ পেয়েছে। সূচি অনুযায়ী, যুক্তরাষ্ট্রের বিপক্ষে ২৮ মে টেক্সাসের গ্রান্ড প্রেইরি ক্রিকেট স্টেডিয়ামে প্রথম প্রস্তুতি ম্যাচ খেলবে।

 

এরপর বিশ্বকাপের মূল আসর শুরুর একদিন আগে অর্থাৎ ১ জুন ভারতের বিপক্ষে যুক্তরাষ্ট্রের মাটিতে খেলবে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ। যদিও ভেন্যু এখনও চূড়ান্ত করেনি আইসিসি। যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ খেলে তাদের বিপক্ষেই প্রস্তুতি ম্যাচ হওয়ায় দলের কিছুটা আক্ষেপ থাকতে পারে।

 

আইসিসির সূচি অনুযায়ী, বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ শুরু হবে ২৭ মে থেকে। প্রথমদিন কানাডা-নেপাল, ওমান-পাপুয়া নিউগিনি ও নামিবিয়া-উগান্ডা মুখোমুখি হবে। পরের দিন শ্রীলঙ্কা খেলবে নেদারল্যান্ডসের বিপক্ষে, বাংলাদেশ-যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া-নামিবিয়িা মুখোমুখি হবে। 

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর