ঢাকা, ২৫ নভেম্বর সোমবার, ২০২৪ || ১১ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
১৫২৭

বিশ্বে ৪ জনে একজন মরে পরিবেশ দূষণে

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৯:৫৫ ২০ মার্চ ২০১৯  

বিশ্বে প্রতি চারজনে একজন মারা যান পরিবেশ দূষণে। এ দূষণ মানবসৃষ্ট। বুধবার জাতিসংঘ পরিবেশ সম্মেলনে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

কেনিয়ার নাইরোবিতে পাঁচ দিনব্যাপী গ্লোবাল এনভায়রনমেন্ট আউটলুক (জিইও) নামে গবেষণা প্রতিবেদনটি প্রকাশিত হয়। 

প্রতিবেদনে বলা হয়, কলকারখানার বিষাক্ত ধোঁয়া, ক্ষতিকর রাসায়নিক বর্জ্য, কীটনাশকযুক্ত পানি ও বিরূপ পরিবেশের কারণে নানা রোগে আক্রান্ত হচ্ছে মানুষ। দূষিত পরিবেশ ও জলবায়ু কোটি কোটি মানুষকে ঠেলে দিচ্ছে মহামারির দিকে। এতে বৈশ্বিক অর্থনীতিও ক্ষতিগ্রস্ত হচ্ছে।

জানা গেছে, বিশ্বের সব রোগ ও মৃত্যুর প্রায় ২৫ ভাগের কারণ পরিবেশ দূষণ। বায়ু দূষণের কারণে বছরে ৭০ লাখ মানুষ মারা যায়। পানিদূষণ ও সুপেয় পানির অভাবে ডায়রিয়া ও অন্যান্য রোগে মারা যায় আরো ১৪ লাখ মানুষ।