ঢাকা, ২৭ নভেম্বর বুধবার, ২০২৪ || ১৩ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
৬৫৭

বিশ্বের প্রভাবশালী ৫১ নারীর তালিকায় সোনম

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৯:৩৭ ৯ মার্চ ২০১৯  

বেশ কয়েক বছর ধরে ছবি বাছাই, চরিত্র নিয়ে পরিক্ষা-নিরীক্ষা সামাজিকভাবে প্রাসঙ্গিক বিষয় বেছে নেওয়ার ব্যাপারে বেশ মনোযোগী হয়ে উঠেছেন বলিউড অভিনেত্রী সোনম কাপুর।

তিনিপ্যাডম্যান’, ‘ভিরে ডি ওয়েডিংসঞ্জুসহ বেশ কয়েকটি বৈচিত্র্যময় ছবিতে কাজ করেছেন গত বছর। বছর তিনি অভিনয় করেছেন সমকামী বিষয়ক প্রেমের ছবিএক লাড়কি কো দেখা তো অ্যায়সা লাগায়।

ভারতের একমাত্র অভিনেত্রী হিসেবে ভ্যারাইটির তালিকাটিতে জায়গা করে নিয়েছেন সোনম। আন্তর্জাতিক নারী দিবস ( মার্চ, ২০১৯) উপলক্ষে এটি প্রকাশিত হয়েছে। এতে আছে ৫১ জন নারীর নাম, যারা নিজেদের কাজের মাধ্যমে প্রভাব বিস্তার করেছেন। আরও আছেন এবারের অস্কারজয়ী ব্রিটিশ অভিনেত্রী অলিভিয়া কোলম্যান, এমিলি ব্লান্ট, ভারতীয় বংশোদ্ভূত নির্মাতা গুরিন্দর চাধা প্রমুখ। আমেরিকান সাপ্তাহিক বিনোদনমূলক ম্যাগাজিন ভ্যারাইটির আন্তর্জাতিক প্রভাবশালী তালিকায় স্থান পেলেন এই অভিনেত্রী।

৩৩ বছর বয়সী এই তারকা টুইটারে নিজের আনন্দ প্রকাশ করেছেন, ‘ মাই গড! এই অবিশ্বাস্য নারীদের পাশে জায়গা পাওয়া সত্যিই অনেক সম্মানের।

গত বছর বলিউডের এই ব্যস্ত অভিনেত্রী নারী ক্ষমতায়নের কমেডি ছবিভিরে ডি ওয়েডিং’- কাজ করেছেন। ভারতের গ্রামীণ নারীদের সাশ্রয়ী মূল্যের স্যানিটারি প্যাড তৈরির লক্ষ্যে কাজ করা একজন মানুষের বায়োপিকে (প্যাডম্যান) দেখা গেছে তাকে বলে সোনমের কাজ প্রসঙ্গে মন্তব্য করেছে ভ্যারাইটি।

ভ্যারাইটিকে সোনম বলেন, ‘একটি নির্দিষ্ট গণ্ডি ছকে পড়ে থাকা ভালো নয়। তাই সবসময় বৃত্ত ভাঙতে চেয়েছি। কোনও প্রচেষ্টাই ছোট নয়। একদিন সবই স্মৃতি হয়ে যাবে। তাই আমার লক্ষ্য যথাসম্ভব সেরাটা দেওয়া।

সোনম এখনদ্য জোয়া ফ্যাক্টরছবির কাজ করছেন। এতে তাকে দেখা যাবে রাজপুত তরুণী জোয়া সিং সোলাঙ্কির ভূমিকায়। ২০১১ সালে ভারতীয় ক্রিকেট দলের জন্য লাকি ছিলেন তিনি। এছাড়া তার অভিনীতসঞ্জু২০১৮ সালে বলিউডের সবচেয়ে ব্যবসাসফল ছবি হয়েছে। আর বছর বলিউডের প্রথম মূলধারার সমকামী ছবিতে (এক লাড়কি কো দেখা তো অ্যায়সা লাগা) অভিনয় করেছেন তিনি। অনুজা চৌহানের উপন্যাস অবলম্বনেতেরে বিন লাদেনখ্যাত অভিষেক শর্মার পরিচালনায় তৈরি হচ্ছে ছবিটি।

বিনোদন বিভাগের পাঠকপ্রিয় খবর