ঢাকা, ১৯ এপ্রিল শনিবার, ২০২৫ || ৬ বৈশাখ ১৪৩২
good-food
১০৭

বিয়ে করলেন সারজিস আলম

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৮:৫৮ ৩১ জানুয়ারি ২০২৫  

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক এবং জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম বিয়ে করেছেন। শুক্রবার (৩১ জানুয়ারি) বিকেলে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানান।

 

সারজিসকে শুভেচ্ছা জানিয়ে স্ট্যাটাসে তিনি লেখেন, নবজীবনে পদার্পণে অভিনন্দন সারজিস ভাই। বিবাহিত জীবন সুখের হোক। সেই সঙ্গে একটি ছবিও ট্যাগ করেন উপদেষ্টা আসিফ। তাতে সারজিসকে বরের সাজে দেখা গেছে। তার পাশে দাঁড়িয়ে রয়েছেন উপদেষ্টা মাহফুজ আলম, তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম, যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ।

 

সেই আনন্দঘন মুহূর্তের ছবি নিজের ভেরিফায়েড ফেসবুকে পেজে পোস্ট করে সারজিসকে অভিনন্দন হাসনাতও। ক্যাপশনে সারজিসের দাম্পত্য জীবনে মঙ্গল কামনা করেন তিনি। তবে সারজিস কোথায় এবং কাকে বিয়ে করেছেন, এ ব্যাপারে কিছু উল্লেখ করেননি কেউ।

সেলিব্রেটি বিভাগের পাঠকপ্রিয় খবর