ঢাকা, ২৩ নভেম্বর শনিবার, ২০২৪ || ৯ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
২৪৬

বিয়ের কারণে ব্যাপক বেড়েছে বাইক বিক্রি

লাইফ টিভি 24

প্রকাশিত: ০২:১৩ ৪ মার্চ ২০২৩  

ভারতের শীর্ষ তিন বাইক কোম্পানির মধ্যে দুটির বিক্রি ব্যাপক বেড়েছে। সদ্য সমাপ্ত ফেব্রুয়ারিতে যা প্রত্যাশা ছাড়িয়ে গেছে। চিপ সরবরাহের ঘাটতি হ্রাস পাওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে।

 

ভারতের দুই চাকা বিশিষ্ট বাইকের বিক্রি বেড়েছে। এতে স্পষ্ট হয়ে উঠেছে, দেশটির গ্রামীণ অর্থনীতি শক্তিশালী হয়েছে। ফলে প্রত্যন্ত অঞ্চলের মানুষের আয় বৃদ্ধি পেয়েছে। অন্তত গত বছরের শুরুর দিকের চেয়ে যা বেশি।

 

বিশ্লেষকরা বলছেন, ভারতে চিপ সরবরাহের ঘাটতি হ্রাস পেয়েছে। সেই সঙ্গে দেশটিতে বিয়ের মৌসুম চলছে। উপহার হিসেবে অভিভাবকরা মেয়ের জামাইকে বাইক দিয়েছেন। তাতে বিক্রি বেড়েছে।

 

গত মাসে ভারতে টিভিএস মোটর কোম্পানি লিমিটেডের বিক্রি বৃদ্ধি পেয়েছে ২৮ শতাংশ। বাজাজ অটো লিমিটেডের বেড়েছে ২৪ দশমিক ৭ শতাংশ। আর হিরো মোটর করপোরেশন লিমিটেডের প্রবৃদ্ধি হয়েছে ১৫ শতাংশ।

 

নাইজেরিয়ার অর্থনীতিতে মন্দা বিরাজ করছে। আফ্রিকার অন্যান্য দেশের অবস্থাও প্রায় এক। এছাড়া লাতিন আমেরিকার দেশগুলোতেও একই দশা বিরাজ করছে।

 

এতে ভারতীয় বাইক কোম্পানিগুলোর রপ্তানি কমেছে। তবে দেশের বাজারে বেচাকেনা বাড়ায় ক্ষতি অনেকটা পুষিয়ে নেয়া গেছে।

 

আলোচ্য মাসে প্রতিবেশী দেশটিতে ইউটিলিটি যানবাহনের (নির্দিষ্ট কাজে ব্যবহৃত)  চাহিদা বৃদ্ধি পেয়েছে। সেই সঙ্গে যাত্রীবাহী গাড়ির বিক্রি ঊর্ধ্বমুখী হয়েছে।

 

সদ্য বিদায়ী মাসে মারুতি সুজুকি ইন্ডিয়া লিমিটেডের যাত্রীবাহী গাড়ি বিক্রি বেড়েছে ১০ দশমিক ১ শতাংশ। টাটা মোটরস লিমিটেডের বৃদ্ধি পেয়েছে ৭ দশমিক ৪ শতাংশ। আর মাহিন্দা লিমিটেডের বিক্রি বেড়েছে ১০ শতাংশ।