ঢাকা, ১৬ জানুয়ারি বৃহস্পতিবার, ২০২৫ || ৩ মাঘ ১৪৩১
good-food
৫৯২

বিয়ের পিঁড়িতে রেলমন্ত্রী সুজন

লাইফ টিভি 24

প্রকাশিত: ০৯:৩৮ ১১ জুন ২০২১  

রেলমন্ত্রী এ্যাড: মো. নূরুল ইসলাম সুজন বিয়ে করেছেন। পাত্রী শাম্মী আকতার মনি পেশায় একজন আইনজীবী। 
শাম্মী আকতার মনির বড় ভাই মো. মিলন হোসেন বিয়ের বিষয়টি নিশ্চিত করে জানান,  বিরামপুরের বাসায় গত শনিবার তাদের বিয়ে সম্পন্ন হয়। 

 

বিরামপুর নতুন বাজার এলাকার মৃত আব্দুর রহিমের মেয়ে মনি। তারা দুই ভাই এক বোন। দুই ভাই বর্তমানে বিরামপুরের বাসায় থাকেন। বড় ভাই মিলন হোসেন ইলেকট্রিক ব্যবসায়ী। 

 

মিলন হোসেন বোনের বিয়ের বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রধানমন্ত্রীর অনুমতিক্রমে ঘরোয়াভাবে শনিবার আমার বোনের সঙ্গে রেলমন্ত্রীর বিয়ে হয়। বিয়েতে বরপক্ষে মন্ত্রীর ছেলেসহ বিরামপুরের বিচারপতি ইজারুল হক ও তার স্ত্রী উপস্থিত ছিলেন। 

 

তিনি বলেন, আমার বোন উত্তরায় থাকে। ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের অ্যাডমিনে চাকরি করতো। বর্তমানে সে ল' পাস করে হাইকোর্টে এক সিনিয়রের সঙ্গে প্র্যাকটিস করছে।  ডিসেম্বরে স্বামী রেলমন্ত্রী সুজনের বাড়িতে যাবেন মনি।

 

জানা গেছে,  পাত্রী শাম্মী আকতার মনির আগে কুষ্টিয়ায় বিয়ে হয়েছিল। পারিবারিক সমস্যার কারণে ২০১১ সালে ডিভোর্স হয়ে যায়।  আগের সংসারের একটি মেয়ে আছে।