ঢাকা, ০৩ এপ্রিল বৃহস্পতিবার, ২০২৫ || ১৯ চৈত্র ১৪৩১
good-food
২৪৯

বুধবার থেকে খুলছে প্রাথমিক বিদ্যালয়

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৯:৫৩ ১৩ আগস্ট ২০২৪  

সরকারি চাকরিতে কোটা সংস্কার ও পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জের ধরে প্রায় একমাস বন্ধ থাকার পর  বুধবার (১৪ আগস্ট) থেকে সব প্রাথমিক বিদ্যালয় খুলছে। প্রাথমিক ও গণশিক্ষা বিভাগের জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

 

গত ১৭ জুলাই দেশব্যাপী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়। সর্বশেষ মঙ্গলবার (১৩ আগস্ট) দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে পুরোদমে ক্লাস চালুর নির্দেশ দেয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

 

মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সত্যজিত রায় দাশের স্বাক্ষক করা অফিস আদেশে বলা হয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন সব সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয় ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর লার্নিং সেন্টারসমূহে পুরোদমে শ্রেণি কার্যক্রম চালু করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।