ঢাকা, ১৯ জানুয়ারি রোববার, ২০২৫ || ৬ মাঘ ১৪৩১
good-food
৭২১

বুধবার সংসদ বসছে, প্রতিবাদে মানববন্ধনে বিএনপি

লাইফ টিভি 24

প্রকাশিত: ২১:৪৬ ২৯ জানুয়ারি ২০১৯  

আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট তৃতীয়বারের মতো টানা সরকার গঠন করার পর বুধবার বসছে সংসদের প্রথম অধিবেশন।  এই অধিবেশনে নির্বাচন প্রত্যাখ্যান করা বিএনপি নেতৃত্বাধীন ঐক্যফ্রন্ট অংশ নিচ্ছে না। সংসদ অধিবেশনকে উদ্দেশ্য করে  ‍‘ভুয়া ভোটের’ সংসদ বসছে বলে মন্তব্য করেছেন বিএনপি'র যুগ্ন মহাসচিব রুহল কবীর রিজভী। তিনি বলেন, এ সংসদ গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার কেড়ে নেয়ার প্রেতাত্মা।  এবারের সংসদ গণবিরোধী, নিরস্ত্র ভোটারদের ওপর অবৈধ সরকারের অবৈধ ক্ষমতা প্রদর্শনকারী গণশত্রুদের আড্ডাঘর।

মঙ্গলবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন।

রুহুল কবির রিজভী বলেন, বুধবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে একঘণ্টা মানববন্ধন কর্মসূচি পালন করবে বিএনপি। একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন উপলক্ষে এ মানববন্ধন হবে।

তিনি বলেন, এ কালিমালিপ্ত ভুয়া ভোটের সংসদের প্রতিবাদে উল্লেখিত দিনে বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিএনপির উদ্যোগে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন হবে।

বিএনপি জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব বলেন, এ সংসদ ইতিহাসের ম্যান্ডেটবিহীন ক্ষমতালোভীদের সম্মিলন হিসেবে বিবেচিত হবে সব জায়গায়।