ঢাকা, ২৫ নভেম্বর সোমবার, ২০২৪ || ১০ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
৭৭২

নদী বন্দরকে ২ নম্বর সংকেত

বৃষ্টি ঝরবে কয়েকদিন

লাইফ টিভি 24

প্রকাশিত: ২০:৩৭ ২৯ সেপ্টেম্বর ২০১৯  

আশ্বিনের মধ্যভাগে ভারি বৃষ্টি। শুধু রাজধানী না। প্রায় দেশজুড়ে। বিশেষ করে উত্তরাঞ্চলে টানা বৃষ্টিপাত।
রোববার রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টিতে সৃষ্টি হয় জলবদ্ধতা। এতে দুর্ভোগে পড়েন নগরবাসী। সবচেয়ে বেশি বিপাকে পড়তে হয় অফিস ফেরত মানুষদের।

এদিকে, ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, রাজশাহী, রংপুর, খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারী বর্ষণ হতে পারে।

ঢাকার গ্রিনরোড, সাইন্সল্যাবসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, রাস্তার মধ্যে পানি জমে আছে। বৃষ্টির কারণে সৃষ্টি হয় যানজটেরও। অফিস ফেরত সাধারণ মানুষ যানবাহন না পেয়ে রাস্তায় অপেক্ষা করতে হয়।

ক্ষোভ জানিয়ে তারা বলেন, সিটি কর্পোরেশনসহ অন্য সংস্থাগুলো ঠিকমত কাজ করলে এ ধরণের সমস্যায় পড়তে হতো না।

মৌসুমী বায়ুর প্রভাবে ঢাকাসহ দেশের বিভিন্ন বৃষ্টি চলবে আগামী কয়েকদিন। চলতি মাসের শেষ এবং আগামী মাসের শুরুর পুরো সপ্তাহজুড়েই থেমে থেমে বৃষ্টি হবে। কোথাও ভারী আবার কোথাও হালকা বৃষ্টি হতে পারে।

আবহাওয়া অধিদফতর জানাচ্ছে, মৌসুমী বায়ুর প্রভাবে বৃষ্টি হচ্ছে। দেশের উপকূলীয় অঞ্চলে মৌসুমী বায়ু অবস্থান করছে। এর প্রভাবে আগামী কয়েকদিন বৃষ্টি হবে। আগামী মাসের প্রথম সপ্তাহেও বৃষ্টি থাকতে পারে।
আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয় - রাজশাহী, রংপুর, খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারী বর্ষণ হতে পারে।

বৃষ্টিপাতের মধ্যে বজ্রপাত হবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। বৃষ্টির কারণে ঢাকা ও অন্যান্য অংশে তাপমাত্রা কিছুটা হ্রাস পেতে পারে।

নদী বন্দরগুলোর জন্য সতর্কবার্তায় বলা হয় - কুমিল্লা, ঢাকা, ফরিদপুর, রাজশাহী, রংপুর, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মসিংহ, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী এবং সিলেটের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

এছাড়া দেশের অন্য এলাকায় দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর  সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।