ঢাকা, ২৫ নভেম্বর সোমবার, ২০২৪ || ১০ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
১৫০৬

বৃহস্পতিবারের আগে ভ্যাপসা গরম কমবে না

লাইফ টিভি 24

প্রকাশিত: ২০:০০ ২৩ জুন ২০১৯  

বর্ষা শুরু হলেও কাঙ্খিত বৃষ্টির দেখা নেই। অত্যাধিক গরম পড়ছে। সকলের প্রশ্ন এত গরম কমবে কবে? রাজধানীসহ সারাদেশে ধনী-দরিদ্র নির্বিশেষে সকলেই ভ্যাপসা গরমে হাঁসফাঁস করছেন।

ফুটপাত থেকে শুরু করে রাজধানীর সকলেই গরমে ছটফট করছেন। বাইরে রোদে খানিকটা সময় ঘুরেই ক্লান্ত হয়ে পড়ছেন। জীবিকার প্রয়োজনে শ্রমজীবী মানুষরা ঘামে ভিজেই কাজ করছেন।

আবহাওয়া অধিদফতর বলছে, আগামী বৃহস্পতিবারের (২৭ জুন) আগে গরম কমবে না। সেই সাথে দেখা মিলবে না স্বস্তির বৃষ্টি।

আবহাওয়া বিদ রুহুল কুদ্দুস বলেন, ২৬ জুন (বুধবার) পর্যন্ত তাপমাত্রা কমবে না। ২৭ জুন (বৃহস্পতিবার) থেকে আবার বৃষ্টি শুরু হতে পারে। এ পর্যন্ত গরম সহ্য করা ছাড়া আর কোনো উপায় নেই।

গত কয়েকদিনের গরম অনুভূত হওয়ার কারণের ব্যাপারে তিন বলেন, বর্তমানে বর্ষা মৌসুম চলছে। সে তুলনায় বৃষ্টিপাত খুবই কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি হওয়ায় ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে।

রোববার দুপুরের তাপমাত্রা (৩৫ ডিগ্রী সেলসিয়াস) অনুপাতে যতটুকু আদ্রতা থাকার কথা তার চাইতে বেশি থাকায় এমন ভ্যাপসা গরম লাগছে। বাতাসে জলীয় বাষ্প ও তাপমাত্রা বেশি থাকা, বৃষ্টি কমে যাওয়া ও বাতাসের প্রেসার কমে যাওয়ায় গরম বেশি অনুভূত হচ্ছে।

রোববার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়, পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট লঘুচাপটি বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে তা দুর্বল হয়ে আসছে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এছাড়া সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

রোববার (২৩ জুন) দুপুর ১টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, অস্থায়ীভাবে আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে। হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে।