ঢাকা, ১৫ জানুয়ারি বুধবার, ২০২৫ || ২ মাঘ ১৪৩১
good-food
৭২৪

বেজোসকে ছেড়ে স্কুলশিক্ষককে বিয়ে করলেন স্কট

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৮:০৫ ৮ মার্চ ২০২১  

অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসকে ছেড়ে এক স্কুলশিক্ষককে বিয়ে করেছেন ম্যাকেঞ্জি স্কট। তার নতুন স্বামী যুক্তরাষ্ট্রের সিয়াটলের একটি স্কুলে বিজ্ঞানের শিক্ষক। দীর্ঘ ২৫ বছরের দাম্পত্য জীবন শেষে ২০১৯ সালে বেজোসের সঙ্গে স্কটের বিবাহবিচ্ছেদ হয়।

 

তার নতুন স্বামীর নাম ড্যান জেওয়েট। গিভিং প্লেজ নামক একটি ওয়েবসাইটের মাধ্যমে তিনিই প্রথম স্কটের সঙ্গে নিজের বিয়ের বিষয়টি প্রকাশ করেন। এটি বিল ও মেলিন্ডা গেটস এবং তাদের বন্ধু আরেক ধনকুবের ওয়ারেন বাফেটের উদ্যোগে তৈরি করা হয়। এই ওয়েবসাইটের মাধ্যমে বিশ্বের ধনী ব্যক্তিদের দাতব্য কাজে অংশ নেওয়ার জন্য উৎসাহিত করা হয়।
 

স্কটের স্বামী জেওয়েট সেখানে লিখেছেন, ‘আমার দেখা অন্যতম মহৎ ও দয়ালু একজন মানুষকে আমি বিয়ে করেছি এবং অন্য মানুষের জন্য নিজের বিপুল পরিমাণ সম্পদ দান করার তার যে প্রতিশ্রুতি, সেই কাজেও যোগ দিয়েছি আমি।’

 

বিবিসি জানায়, সাবেক স্ত্রীর বিয়ের খবর শোনার পর তাকে অভিনন্দন জানিয়েছেন বেজোস। বিবৃতি দিয়ে তিনি বলেছেন, ‘ড্যান খুবই দারুণ একজন মানুষ এবং আমি তাদের দুজনের জন্যই খুশি ও উচ্ছ্বসিত।’

 

রবিবার স্কটের বিয়ের খবর প্রথম জানায় মার্কিন দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল। এছাড়া অ্যামাজনে লেখকের পরিচিত পৃষ্ঠায় লেখা, স্কট এখন চার সন্তান এবং স্বামী ড্যানের সঙ্গে সিয়াটলে বসবাস করছেন।’

 

ফোর্বসের শীর্ষ ধনী নারীর তালিকায় স্কটের অবস্থান এখন তৃতীয়।

সেলিব্রেটি বিভাগের পাঠকপ্রিয় খবর