ঢাকা, ২৪ নভেম্বর রোববার, ২০২৪ || ১০ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
২৮৭

বেবি পাউডারে ক্যানসারের উপাদান,১০৮৮ কোটি ডলার ক্ষতিপূরণের নির্দেশ

লাইফ টিভি 24

প্রকাশিত: ২৩:১১ ২০ জুলাই ২০২৩  

সারাবিশ্বে শিশুদের প্রসাধনী জন্য জনপ্রিয় ব্র্যান্ড জনসন অ্যান্ড জনসনের বেবি পাইডারের ক্যানসার উৎপাদনকারী উপাদান থাকার অভিযোগ উঠেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার হার্নানডেজ ভালাডেজ নামের এক ব্যক্তি অভিযোগ করেছিলেন, এই বেবি পাউডার থেকেই মেসোথ্যালিয়োমা আক্রান্ত হয়েছেন তিনি।

 

মঙ্গলবার ১৮ জুলাই ক্যালিফোর্নিয়ার অকল্যান্ডের স্টেট কোর্ট নির্দেশ দেয়, এসময় হার্নানডেজ ভালাডেজকে ১ কোটি ৮৮ লক্ষ ডলার ক্ষতিপূরণ দিতে হবে জনসন অ্যান্ড জনসনকে। শুধু তাই নয়, এই ধরনের ট্যালকমভিত্তিক যত অভিযোগ ছিল, সেই সব মামলার দ্রুত নিষ্পত্তির নির্দেশও দেয়া হয়েছে।

 

আমেরিকায় ১০ হাজারেরও বেশি অভিযোগ জমা হয়েছিল এই সংস্থার বিরুদ্ধে। তাই এই রায় স্বাস্থ্যক্ষেত্রে নতুন দিশা দেখাতে পারে বলেই অনেকের মত। জনসন অ্যান্ড জনসন অবশ্য তাদের প্রোডাক্ট থেকে ক্যানসার হয় এই আশঙ্কাকে সম্পূর্ণ অস্বীকার করেছে।

 

সংস্থার দাবি, বিশ্ব জুড়ে অসংখ্য মানুষের উপরে পরীক্ষা করে দেখা হয়েছে। এটা সম্পূর্ণ সুরক্ষিত এবং অ্যাসবেস্টস মুক্ত। শুনানির সময় তাঁদের বিরুদ্ধে ওঠা অভিযোগের স্বপক্ষে দেয়া প্রমাণের বিরুদ্ধে আবেদন জানানোর কথাও বলেছেন তাঁরা।

 

এর আগেও নানা ধরনের চাঞ্চল্যকর তথ্য উঠে আসে জনসন অ্যান্ড জনসনের বিরুদ্ধে। বলা হয় যে, জনসন বেবি পাউডারে রয়েছে অ্যাসবেস্টসের মতো ক্ষতিকর খনিজ পদার্থ যা ক্যানসার সৃষ্টি করে। উচ্চ তাপ শোষণ ক্ষমতা সম্পন্ন এই খনিজ পদার্থটি শরীরে ঢুকলে ক্যানসার হওয়ার সম্ভাবনা থাকে। এমরয় হার্নানডেজ ভালাডেজর ক্ষেত্রেও তেমন প্রমাণ মিলেছে।

বিশ্ব বিভাগের পাঠকপ্রিয় খবর