ঢাকা, ০৪ ডিসেম্বর বুধবার, ২০২৪ || ১৯ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
১০৪৮

বেলজিয়ামে বিনম্র শ্রদ্ধায় বঙ্গবন্ধুকে স্মরণ

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৫:২৬ ২২ আগস্ট ২০১৯  

বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে বিনম্র শ্রদ্ধায় স্মরণ করা হয়েছে বাংলাদেশের স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। দেশটির বাংলাদেশ দূতাবাস জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধুর শাহাদাতবার্ষিকী যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে পালন করেছে। এ উপলক্ষে গত বৃহস্পতিবার (১৫ আগস্ট) বাংলাদেশ দূতাবাস প্রাঙ্গণে এক অনুষ্ঠানের আয়োজন করে।

আলোচনা সভায় বক্তারা বঙ্গবন্ধুর কীর্তিময় জীবন ও একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠায় তাঁর অসামান্য কৃতিত্ব তুলে ধরেন। তাঁরা ১৯৭৫ সালের ১৫ আগস্টের বর্বর হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন।


সমাপনী বক্তব্যে দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শাহদৎ হোসেন স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ে বঙ্গবন্ধুর একক ও অসাধারণ নেতৃত্বের বিভিন্ন দিকের প্রতি এবং আন্তর্জাতিক ক্ষেত্রে বিশ্বশান্তি ও মানবতার কল্যাণে বঙ্গবন্ধুর অসামান্য ভূমিকার ওপর তিনি আলোকপাত করেন। তিনি সবাইকে বঙ্গবন্ধুর অপরিসীম দেশপ্রেম ও প্রেরণায় উদ্বুদ্ধ হয়ে তাঁর স্বপ্নের সোনার বাংলা গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবিচল নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে রূপকল্প ২০২১ বাস্তবায়ন ও ডিজিটাল বাংলাদেশ গড়তে উদাত্ত আহ্বান জানান।

পরে বঙ্গবন্ধু ও তাঁর সঙ্গে শাহাদাতবরণকারী সবার আত্মার মাগফিরাত করা হয়। দেশ ও জনগণের সুখ, সমৃদ্ধ ও অগ্রগতি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

অনুষ্ঠানের শেষ পর্বে জাতির জনকের জীবনভিত্তিক একটি প্রামাণ্যচিত্র ‘বঙ্গবন্ধু: ফরএভার ইন আওয়ার হার্টস’ প্রদর্শন করা হয়।

 সকালে রাষ্ট্রদূত শাহদৎ হোসেন বাংলাদেশ কমিউনিটির সদস্য, দূতাবাসের কর্মকর্তা-কর্মচারী ও তাঁদের পরিবারের সদস্যদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা অর্ধনমিতকরণের মাধ্যমে দিবসটির সূচনা করেন। এরপর তিনি দূতাবাসের কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। পরে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। পুষ্পার্ঘ্য অর্পণের পর বঙ্গবন্ধু ও তাঁর সঙ্গে শাহাদাতবরণকারী সবার স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।-বিজ্ঞপ্তি

প্রবাস বিভাগের পাঠকপ্রিয় খবর