ঢাকা, ২১ নভেম্বর বৃহস্পতিবার, ২০২৪ || ৭ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
৪৬৫

বেশি সন্তানের জন্ম দিলে বাড়বে বেতন, পাবেন বিশেষ সুবিধা

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৪:১৩ ২২ জানুয়ারি ২০২৩  

এক বা দুইয়ের বেশি সন্তানের জন্ম দিলে নারী সরকারি কর্মীরা পাবেন বিশেষ সুবিধা। এমন সিদ্ধান্ত নিয়েছে সিকিম সরকার। ভারতের রাজ্যগুলোর মধ্যে সবচেয়ে কম জনসংখ্যা সিকিমে। পাহাড়ি এই রাজ্যে জনসংখ্যা বৃদ্ধির জন্য উদ্যোগী হয়েছে সরকার। 

 

মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাঙের প্রস্তাব, নারী সরকারি কর্মীরা দ্বিতীয় সন্তানের জন্ম দিলে বাড়ানো হবে বেতন। তৃতীয় সন্তানের জন্ম দিলে দু’বার বেতন বৃদ্ধি হবে।


২০২১ সালের ১৪ নভেম্বর ‘সিকিম ক্রান্তিকারী মোর্চা’র সরকার ঘোষণা করেছিল, নারী সরকারি কর্মীদের ৩৬৫ দিন মাতৃত্বকালীন ছুটি দেওয়া হবে। পুরুষ সরকারি কর্মীরা ৩০ দিনের পিতৃত্বকালীন ছুটি পাবেন।

 

এর এক বছর পর ফের নারী কর্মীদের জন্য বিশেষ সুবিধা চালু করার কথা জানাল সরকার। সিকিমে প্রজনন হার কমছে। সাম্প্রতিক কয়েক বছরে সেখানে নারী পিছু একটি সন্তান জন্মেছে। 

 

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, শুধু সরকারি কর্মী নয়, যেসব রাজ্যবাসীর একের বেশি সন্তান, তাদেরও বিশেষ আর্থিক সুবিধা দেওয়া হবে। রাজ্যের সব হাসপাতালে আইভিএফের মাধ্যমে সন্তান ধারণেরও সুবিধা রাখা হবে। যেসব নারী স্বাভাবিক উপায়ে সন্তান ধারণ করতে পারছেন না, আইভিএফের মাধ্যমে সন্তানধারণ করতে চান, তাদের বিশেষ আর্থিক সাহায্য দেওয়া হবে। 

 

৩ লাখ টাকা পর্যন্ত সাহায্য দেয়া হবে তাদের। যদিও যে নাগরিকদের একটি সন্তান, ওদের কোনও আর্থিক সুবিধা দেওয়া হবে না।

বিচিত্র বিভাগের পাঠকপ্রিয় খবর