ঢাকা, ২২ এপ্রিল মঙ্গলবার, ২০২৫ || ৮ বৈশাখ ১৪৩২
good-food
১৯৩

ব্যাংকে তীব্র ডলার সংকট কাটছেই না

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৩:২৪ ১ আগস্ট ২০২২  

ব্যাংকগুলোতে এখনো তীব্র ডলার সংকট। ব্যাংকে ১০৫ টাকা করে ডলারের মূল্য নির্ধারণ করা হলেও অতি প্রয়োজনেও পাওয়া যাচ্ছে না নগদ ডলার। আর খোলাবাজারে ডলার প্রতি গুনতে হচ্ছে অন্তত ১০৮ টাকা। সমাধানে গ্রাহকদের সাশ্রয়ী হওয়ার ও ক্রেডিট কার্ড ব্যবহারের পরামর্শ বাংলাদেশ ব্যাংকের।

 

বাংলাদেশ ব্যাংক থেকে ডলার সরবরাহ, মানি এক্সচেঞ্জে অভিযান, লাইসেন্স বাতিলের হুঁশিয়ারিও দেয়া হয়েছে। কিন্তু কিছুতেই লাগাম টানা যাচ্ছে না দেশের বৈদেশিক মুদ্রার বাজার।

 

খোলাবাজারে এখনও প্রতি ডলার বিক্রি হচ্ছে অন্তত ১০৮ টাকা দরে। ব্যাংকে নগদ ডলারের সংকট আরও প্রকট। কেনা-বেচায় পাঁচ টাকা পার্থক্য রেখে নগদ ডলারের দর নির্ধারণ করছে ১০৫ টাকা। কিন্তু তাতেও মিলছে না ডলার।

 

এই পরিস্থিতিতে সংকট মোকাবিলায় সাশ্রয়ী হওয়ার পাশাপাশি ক্রেডিট কার্ড ব্যবহারের পরামর্শ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সংকট কাটাতে গত মাসে রিজার্ভ থেকে ১১৩ কোটি ডলারের বেশি বাজারে সরবরাহ করেছে নিয়ন্ত্রণ সংস্থা কেন্দ্রীয় ব্যাংক।