ঢাকা, ২৪ নভেম্বর রোববার, ২০২৪ || ১০ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
২৭৯

ব্রিটেনের প্রধানমন্ত্রীর দায়িত্ব নিলেন লিজ ট্রাস

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৯:১৪ ৬ সেপ্টেম্বর ২০২২  

যুক্তরাজ্যের ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির নতুন নেতা নির্বাচিত হয়েছেন লিজ ট্রাস। দলটির প্রধান হিসেবে দেশটির পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন তিনি।  সূত্র: বিবিসি।

 

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার আনুষ্ঠানিক প্রক্রিয়ার অংশ হিসেবে বালমোরাল ক্যাসেলে রাণির সঙ্গে দেখা করেন লিজ। এর আগে রাণির সঙ্গে দেখা করে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেন সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসন।

 

রাণি চলাফেরার সমস্যায় ভুগছেন। যার কারণে ব্রিটেনের ইতিহাসে এ প্রথম এমন বৈঠকগুলো লন্ডনের বাকিংহাম প্যালেসের পরিবর্তে স্কটল্যান্ডের বালমোরাল ক্যাসেলে হয়েছে। দায়িত্ব গ্রহণের আগেই জ্বালনি সঙ্কট মোকাবেলার প্রতিশ্রুতি দিয়েছেন লিজ।

 

এর আগে তিনি ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

বিশ্ব বিভাগের পাঠকপ্রিয় খবর