ঢাকা, ১৬ জানুয়ারি বৃহস্পতিবার, ২০২৫ || ৩ মাঘ ১৪৩১
good-food
৩৭০

ব্ল্যাক আউট: পিজিসিবির দুই কর্মকর্তা সাময়িক বরখাস্ত

লাইফ টিভি 24

প্রকাশিত: ০১:০১ ১৭ অক্টোবর ২০২২  

পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের (পিজিসিবি) দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। জাতীয় গ্রিডে বিপর্যয়ের ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। রোববার (১৬ অক্টোবর) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

 

বরখাস্ত দুই কর্মকর্তা হলেন পিজিসিবির উপ-বিভাগীয় প্রকৌশলী (এসপিএমডি, ঢাকা-১) আল্লামা হাসান বখতিয়ার এবং সহকারী প্রকৌশলী (এসপিএমডি, ঢাকা-১) মো. মোস্তাফিজুর রহমান। 

 

এর আগে দুপুরে সচিবালয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ জানান, পিজিসিবির তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর দুজনকে বরখাস্ত করা হবে।

 

গত ৪ অক্টোবর একযোগে দেশের বড় অংশে বিদ্যুৎ বিপর্যয় ঘটে। এ ঘটনায় পরের দিন তদন্ত কমিটি গঠন করে পিজিসিবি। পাশাপাশি বিদ্যুৎ বিভাগ একটি এবং তৃতীয় পক্ষ আরেকটি তদন্ত কমিটি গঠন করে। 

 

গত শুক্রবার (১৪ অক্টোবর) বিদ্যুৎ প্রতিমন্ত্রী জানান, কারিগরি নয়, মূলত ব্যবস্থাপনা ত্রুটির কারণে এ বিদ্যুৎ বিপর্যয় ঘটে। এজন্য দায়ী সঞ্চালন কোম্পানির কর্মকর্তাদের বিরুদ্ধে ‘ব্যবস্থা’ নেয়া হচ্ছে।

অপরাধ বিভাগের পাঠকপ্রিয় খবর