ঢাকা, ২০ এপ্রিল রোববার, ২০২৫ || ৬ বৈশাখ ১৪৩২
good-food
৩১৯

ব্ল্যাক ফাঙ্গাস আতঙ্ক, কারণ ও প্রতিরোধ

লাইফ টিভি 24

প্রকাশিত: ২১:৫৮ ১৬ মে ২০২১  

অনেক দিন ধরে ডায়াবেটিসের রোগী আপনি? এদিকে মারাত্মকভাবে কোভিড বাসা বেঁধেছে শরীরে। বেশ কিছু দিন ধরে চিকিৎসা চলছে। তাহলে সাবধান হতে হবে। মূলত এই কারণগুলোকেই ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হওয়ার জন্য দায়ী করা হচ্ছে। 


অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সাভিসের (এআইআইএমএস) ডিরেক্টর রণদ্বীপ গুলেরিয়া এগুলোকে "ব্ল্যাক ফাঙ্গাস "-র সুত্রপাত বলে স্পষ্ট করে জানিয়েছেন।


বিরল ছত্রাকজনিত রোগ হিসেবে পরিচিত মিউকরমাইকোসিস দ্রুতগতিতে ছড়িয়ে পড়ার পেছনে স্টেরয়েডের অপব্যবহার বড় কারণ হয়ে দাঁড়িয়েছে। তবে শুধু কোভিড আক্রান্তদের নয়, ডায়াবেটিস রোগী, ট্রান্সপ্ল্যান্ট এবং ক্যান্সার রোগীদের মধ্যেও সংক্রমণ ঘটাতে পারে। এই সংক্রমণ বিরল বলে জানিয়েছেন এআইআইএমএস প্রধান।


কীভাবে ছড়িয়ে পড়ছে ব্ল্যাক ফাঙ্গাস?
১. এটি মাটি, বাতাস এবং খাবারের মাধ্যমে ছড়িয়ে পড়ে। তবে অন্যান্য ভাইরাসের মতো করে সংক্রমণ ঘটায় না।
২. কোনোভাবে এই ছত্রাকের দ্বারা সংক্রমিত হলে এটি মুখ, চোয়াল, চোখ এবং ফুসফুস ও মস্তিষ্কের ক্ষতি করে। 


ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হওয়ার পর সঠিক সময়ে চিকিৎসা না করালে দৃষ্টিশক্তি চলে যেতে পারে। পাশাপাশি মৃত্যু পর্যন্ত হতে পারে। প্রতিরোধ করার জন্য কোভিড রোগীদের মধ্যে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ ও নিরীক্ষণের জরুরি প্রয়োজন রয়েছে।


রণদীপ গুলেরিয়া বলেন, "গুজরাটের হাসপাতালে এমন অবস্থা মিউকরমাইকোসিস রোগীদের জন্য আলাদা ওয়ার্ড বানাতে হয়েছে। সংক্রামক রোগ বিশেষজ্ঞ, ইএনটি সার্জন, নিউরোসার্জনদের নিয়ে একটি দল গঠন করা হয়েছে।"
 

করোনাভাইরাস বিভাগের পাঠকপ্রিয় খবর