ঢাকা, ২০ এপ্রিল রোববার, ২০২৫ || ৬ বৈশাখ ১৪৩২
good-food
২৩৫

`ব্ল্যাক ফাঙ্গাস` কী, কেন হয়, কারা বেশি ঝুঁকিতে?

লাইফ টিভি 24

প্রকাশিত: ২৩:৩২ ২৩ মে ২০২১  

ভারতে মহামারি করোনাভাইরাসের মধ্যেই আতঙ্ক ছড়িয়েছে ব্ল্যাক ফাঙ্গাস। ইতোমধ্যে বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছে এই সংক্রমণ। ফলে আশঙ্কা বাড়ছে বাংলাদেশে। তবে সচেতন ও সতর্ক থাকলে যেকোনো মহামারিই রোধ করা সম্ভব।

 

ভারতে করোনাভাইরাস থেকে সুস্থ হওয়ার সময়ে বেশ কিছু রোগীকে নতুনভাবে আক্রান্ত হতে দেখা গেছে ব্ল্যাক ফাঙ্গাসে। করোনা রোগীদের মধ্যে এই সংক্রমণের হার বেশি দেখা দেয়ায় চিকিৎসায় স্টেরয়েডের ব্যবহারে রাশ টানতে পরামর্শ দিয়েছেন অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস (এমস) কর্তৃপক্ষ।


ব্ল্যাক ফাঙ্গাস কী
করোনা রোগীদের মধ্যে এই ছত্রাকের সংক্রমণ ঘটছে। চিকিৎসা পরিভাষায় এ রোগকে বলা হচ্ছে মিউকোরমাইকোসিস। শরীর দুর্বল হয়ে পড়লে শরীরে বাসা বাধে এই সংক্রমণ। করোনা রোগী দীর্ঘদিন আইসিইউ বা তাদের ওপর স্টেরয়েড বেশি ব্যবহার হলে রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস পায়। ফলে শরীরে জায়গা করে নেয় ব্ল্যাক ফাঙ্গাস।


এই সংক্রমণ কেবল করোনা রোগীদের মধ্যে জায়গা করে নেয় তা নয়। শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকলে তাদের আক্রমণ করার আশঙ্কা থাকে। করোনার জন্য রোগ প্রতিরোধ কমে যাওয়ায় রোগীদের শরীরে বেশি করে সংক্রমণ করছে ব্ল্যাক ফাঙ্গাস। 


সমীক্ষা বলছে, করোনার আগে এক লক্ষ মানুষের মধ্যে মাত্র একজনের শরীরে দেখা যেত ব্ল্যাক ফাঙ্গাস। এ রোগে মৃত্যুর হার যথেষ্ট বেশি। চিকিত্ৎসকদের মতে, ৫০ শতাংশের কাছাকাছি।


কোন মানুষদের সংক্রমিত করছে ব্ল্যাক ফাঙ্গাস

বিশেষ করে ডায়াবেটিস রোগীদের মধ্যে সঙ্কট বাড়ছে এই সংক্রমণের। ক্যানসার আক্রান্তরাও সমস্যায় পড়ছেন। সরাসরি বলা যেতে পারে, যেসব রোগ শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয়; তাদের শরীরে জায়গা করে নেয় ব্ল্যাক ফাঙ্গাস। 


করোনা রোগীদের মধ্যে এরকম কিছু আগে থেকে থাকলে, তাদের অবস্থার অবনতি আশঙ্কা করছে চিকিৎসকরা। যে কারণে বিশেষজ্ঞ চিকিৎসকরা আহ্বান করেছেন রক্তে শর্করার পরিমাণ কম রাখতে।
 

করোনাভাইরাস বিভাগের পাঠকপ্রিয় খবর